আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হলেন দুলাল তালুকদার

- আপডেটের সময় : ০৭:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ৭১১
নিজস্ব প্রতিবেদকঃ বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ের দ্বি-বার্ষিক সম্মেলন গত ২৬ জুলাই (২০২৫) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক হোসেন মৃধার সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ.জেড.এম সালেহ ফারুক।
সম্মেলনের উদ্বোধন করেন আমতলী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন (ভিপি)। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জহিরুল ইসলাম (জহির), অ্যাডভোকেট খাইরুল ইসলাম, মনিরুজ্জামান হিরু মৃধা, অ্যাডভোকেট গাজী মো. তৌহিদুল ইসলাম, শওকাতুল আলম পান্না মৃধা, কবির উদ্দিন ফকিরসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী আবেদন করেন। এরমধ্যে ৪ নং ওয়ার্ডের সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার দুলাল তালুকদার।
দুলাল তালুকদার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং পতিত আওয়ামী লীগ সরকারের সময়েও তিনি বারবার ৪ নং ওয়ার্ড থেকে মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন। তার সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে দলীয় সিনিয়র নেতৃবৃন্দের আলোচনায় সর্বসম্মতিক্রমে তাকে আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত করা হয়। পরে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সর্বাত্মক সমর্থনে তার মনোনয়ন অনুমোদন করা হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় দুলাল তালুকদার বলেন, ‘দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত করতে আমি সর্বদা পাশে থাকব। আমার প্রতি নেতাকর্মীদের যে আস্থা ও ভালোবাসা, তার মূল্য আমি কাজের মাধ্যমে দিতে চাই। এই সম্মান শুধু আমার একার নয়, এটি পুরো ৪ নং ওয়ার্ড এবং আঠারোগাছিয়া ইউনিয়নের সকল কর্মীদের সম্মান।’
স্থানীয় নেতাকর্মীরা জানান, দুলাল তালুকদার দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থেকে এলাকায় বিএনপির ভিত্তি মজবুত করেছেন। তার অভিজ্ঞতা ও জনপ্রিয়তা দলের জন্য নতুন গতি আনবে বলেই তাদের বিশ্বাস।