ফুচকা না পেয়ে অভিমান
মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

- আপডেটের সময় : ০৩:৩৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ১০০৩
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে মোসা. মারজিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) দুপুরে লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা গ্রামের নিজ বসতঘরের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মারজিয়া পূর্ব আলীপুর গ্রামের আলম প্যাদার মেয়ে। কয়েক মাস আগে তার বিয়ে হয় একই এলাকার চাচাতো ভাই জাহিদ প্যাদার সঙ্গে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ফুচকা খেতে চেয়েছিলেন মারজিয়া। কিন্তু কাজ শেষে বাড়ি ফিরে স্বামী ফুচকা না আনায় তাদের মধ্যে মনোমালিন্য হয়। এরপর মারজিয়া অভিমানে বারান্দায় ঘুমাতে যান। শনিবার সকালে স্বামী জাহিদ বারান্দায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী জাহিদ প্যাদা বলেন, ‘মারজিয়া গতকাল রাতে ফুচকা খেতে চেয়েছিল। মাছের গদিতে কাজ শেষে রাতে ফিরি, সঙ্গে মাছ ছিল, ফুচকা না আনায় রাগ করে। এরপর রাতে মোবাইল ব্যবহার করলে, তাকে ঘুমাতে বলি। কিন্তু সে রাগ করে বারান্দায় চলে যায়, আমিও ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি, সে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।’
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’