মহিপুরে গৃহবধূর সঙ্গে ছাত্রদল নেতার অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় ২ নারীকে মারধরের অভিযোগ

- আপডেটের সময় : ০৬:০০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ১৪৫৩
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে এক গৃহবধূর সঙ্গে ছাত্রদল নেতার অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় দুই নারীকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, ডালবুগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আল আমিনের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকার এক গৃহবধূর অনৈতিক সম্পর্ক চলছিল। ওই গৃহবধূর স্বামী ঢাকায় কর্মরত থাকায় আল আমিন প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। সোমবার রাতে তিনি গৃহবধূর সঙ্গে দেখা করে ফেরার সময় প্রতিবেশী রেজবানু তাকে দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে আল আমিন তার পরিবারের সদস্যদের নিয়ে দেশীয় অস্ত্রসহ রেজবানু ও তার মা গোলবানুর ওপর হামলা চালান। হামলায় গোলবানুর পায়ে গুরুতর জখম হয়। আহত মা-মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত রেজবানু বলেন, ‘রাতে দেখি আল আমিন ওই বাড়ি থেকে বের হচ্ছে। জানতে চাইলে সে উত্তেজিত হয়ে আমাদের ওপর হামলা চালায়। আমি ও আমার মায়ের হাতে-পায়ে মারাত্মক আঘাত লেগেছে।’
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা সাইফুল ইসলাম আল আমিন বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি কোনো অনৈতিক সম্পর্কে জড়িত নই এবং কাউকে মারধর করিনি।’
এ বিষয়ে মহিপুর থানা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা বলেন, ‘বিষয়টি আমরা আপনাদের মাধ্যমে জেনেছি। ইউনিয়ন ছাত্রদল নেতাদের মাধ্যমে খোঁজ নিচ্ছি। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার বলেন, ‘এ বিষয়ে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’