বরগুনা-২ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে মাওলানা শামীম

- আপডেটের সময় : ০২:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ৬৩৪
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেতে দৌড়ে এগিয়ে রয়েছেন মাওলানা শামীম আহমেদ।
সুদূর লন্ডনে অবস্থান করলেও দলীয় রাজনীতিতে সক্রিয় এই নেতা ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে দেশত্যাগে বাধ্য হন বলে জানা গেছে। সেখানে থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি।
এলাকাবাসীর দাবি, মাওলানা শামীম আহমেদের নেতৃত্বে তার নিজ কোম্পানির মাধ্যমে বিশ্ব ব্যাংক থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাশ হয়েছে, যা তার নিজ এলাকা বরগুনা-২-এর উন্নয়নে ব্যয় করা হবে। এ কারণেই স্থানীয়দের মধ্যে ধারণা তৈরি হয়েছে, পাথরঘাটা-বামনা আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাচ্ছেন তিনিই।
বিএনপির রাজনীতিতে মাওলানা শামীম আহমেদের শুরু তৃণমূল থেকেই। পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তিনি। রাজনৈতিক জীবনে তিনি বরগুনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠ প্রস্তুতে লন্ডন থেকেই তিনি দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অংশ নিয়ে একাধিক নির্বাচনী সমাবেশে বক্তব্যও দিয়েছেন তিনি। দেশে ফিরে সরাসরি নির্বাচনী প্রচারে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন মাওলানা শামীম।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করেছি। গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রগতির স্বার্থে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। আন্দোলন-সংগ্রামে আমি মাঠে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকবো।’
এদিকে কেন্দ্রীয় নির্দেশনায় সারাদেশেই বিএনপির কমিটি পুনর্গঠন, সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে। বরগুনার আসনগুলোতেও সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়ে উঠেছেন।