কুয়াকাটায় ঝড়ের কবলে ট্রলার ডুবি, বেঁচে ফিরলেন ৪ জেলে

- আপডেটের সময় : ০২:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / ৫৫০
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে একটি ছোট ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সমুদ্রে ১৮ ঘণ্টা ধরে প্রাণপণভাবে ভেসে থেকে অবশেষে প্রাণে বেঁচে ফিরেছেন ট্রলারে থাকা চার জেলে।
সোমবার (১৬ জুন) সন্ধ্যায় বঙ্গোপসাগরে খাম্বা বয়ার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে স্থানীয় জেলেরা অচেতন অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
আহত জেলেরা হলেন- আলকাস মাঝি (২৫), খায়রুল ইসলাম (২৫), রাসেল (২৭) ও শামিম হাসান (৩৫)। এরা সকলেই কুয়াকাটা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।
জেলে শামিম হাসান বলেন, ‘গতকাল সন্ধ্যায় মাছ ধরতে সাগরে যাই, হঠাৎ ঝড় শুরু হলে আমাদের ট্রলারটি ডুবে যায়। আমরা তিনজন একটি ফ্লুট ও বয়া ধরে সাগরে ভেসে থেকে শেষমেশ একটি চরে উঠতে সক্ষম হই। এরপর আর কিছু মনে নেই, জ্ঞান ফিরলে দেখি হাসপাতালে।’
ট্রলারের মাঝি আলকাস বলেন, ‘ট্রলার ডুবে গেলে আমরা যে যার মত ভাসতে থাকি, আমাকে অন্য একটি ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। পরে জানতে পারি, বাকিরা তুফানিয়া নামের একটি চরে গিয়ে উঠেছে। সেখান থেকে তাদেরকেও উদ্ধার করা হয়।’
কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রিয়াজ হোসেন বলেন, ‘তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ আছেন।’
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমাদের কেউ জানায়নি। তবে বর্তমানে সমুদ্র উত্তাল রয়েছে, জেলেদের সতর্কভাবে সাগরে যাওয়ার অনুরোধ করছি।’