আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করবে না : এবিএম মোশাররফ হোসেন

- আপডেটের সময় : ০৮:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / ৬৩০
নিজস্ব প্রতিবেদকঃ ‘আওয়ামী লীগ এ দেশের মানুষের উপর গুম, খুন ও লুটপাট চালিয়েছে। অথচ গত দশ মাসে এমন কোনো ঘটনার নজির নেই। আওয়ামী লীগ এখন তাদের ভুলের জন্য ক্ষমা চাইছে, কিন্তু জনগণ তাদের এসব কর্মকাণ্ড কোনো দিন ক্ষমা করবে না।’ —এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
বুধবার (৪ জুন) শেষ বিকেলে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস মাঠে কুয়াকাটা পৌর যুবদলের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ আজ যেখানে দাঁড়িয়ে, তা বিএনপির দীর্ঘদিনের নীতির কারণেই সম্ভব হয়েছে। মানুষ এখন পরিবর্তন চায়। তাই বিএনপিকে মানুষের কাছে যেতে হবে, ভালোবাসা দিয়ে তাদের আস্থা অর্জন করতে হবে। কারণ, আগামীর বাংলাদেশ বিএনপির হাত ধরেই গড়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারে থাকাকালীন কুয়াকাটা ও আশেপাশের এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। অপরদিকে, আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিলো।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে আবার সরকার গঠন করবে। কারণ, মানুষ শান্তি ও উন্নয়ন চায়, আর সেটা সম্ভব বিএনপির নেতৃত্বেই।’
অনুষ্ঠানে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ ফারুক মীরের সভাপতিত্ব প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি ও সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার।
প্রসঙ্গত, কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন গত ৫ ফেব্রুয়ারি দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন। দীর্ঘ ৪ মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে কুয়াকাটায় ফিরে এলে যুবদল তাকে এই সংবর্ধনা প্রদান করে।