কুয়াকাটায় ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভা

- আপডেটের সময় : ১০:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ৭০২
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন) রাতে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আহসান কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মিজ আফরোজা নাইচ রিমা।
প্রধান অতিথির বক্তব্যে মিজ আফরোজা নাইচ রিমা বলেন, ‘বর্তমানে দেশে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিশেষ একটি শ্রেণি প্রচুর গুজব ছড়াচ্ছে। এসব গুজবের কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। গুজব কখনো নিউজ হতে পারে না। সংবাদের উৎস যাচাই-বাছাই না করে তা পরিবেশন করা যাবে না। গণমাধ্যমকর্মীদের নীতি-নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা তথ্য অফিসের উপপরিচালক অনিমেষ কান্তি হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কুদ্দুস মাহমুদ এবং সাধারণ সম্পাদক হোসানই আমির। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেওয়া সাংবাদিকরা গুজবকারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানানোর পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার দাবি জানান।