পটুয়াখালী জেলা মুজাহিদ কমিটি গঠন; ছদর আব্দুর রহমান, সম্পাদক হেদায়েতুল্লাহ

- আপডেটের সময় : ০৫:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৬৮
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মুজাহিদ কমিটি পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে চরমোনাইয়ে অনুষ্ঠিত মুজাহিদ সম্মেলনে মাওলানা আব্দুর রহমান আব্বাসীকে ছদর (সভাপতি) এবং মাওলানা হেদায়েতুল্লাহ জেহাদীকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ মুজাহিদ কমিটি তাদের কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত দাওয়াতি, শিক্ষামূলক, গবেষণামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইসলামী কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে। নতুন কমিটির মাধ্যমে পটুয়াখালী জেলায় এসব কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ মুজাহিদ কমিটি একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, যা ১৯৮২ সালের ২৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির মূল উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা ও সংস্কৃতির প্রচার এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। দেশের বিভিন্ন জেলায় তাদের শাখা কমিটি রয়েছে, যা স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে।