ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে থ্রিএমটি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সফলভাবে অনুষ্ঠিত

- আপডেটের সময় : ০৭:১৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৩৯
বিশেষ প্রতিনিধিঃ সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্প্রতি তার বহুল প্রতীক্ষিত তিন মিনিট থিসিস প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সফলভাবে সম্পন্ন করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের ব্যতিক্রমী গবেষণা প্রচেষ্টাকে উদযাপন করেছে। যেখানে ১০ জন ফাইনালিস্টের মধ্য থেকে উইনার, প্রথম রানার-আপ, দ্বিতীয় রানার-আপ এবং দু’টি পিপলস চয়েস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
তিন মিনিট থিসিস (থ্রিএমটি) প্রতিযোগিতা প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড দ্বারা চালু করা হয় এবং এটি এখন একটি বিশ্বব্যাপী স্বীকৃত একাডেমিক প্ল্যাটফর্ম। এটি শিক্ষার্থীদের মাত্র তিন মিনিটের মধ্যে তাদের জটিল গবেষণা উপস্থাপন করার চ্যালেঞ্জ দেয়, যা গবেষণাকে সংক্ষিপ্ত, আকর্ষণীয় ও সহজবোধ্যভাবে উপস্থাপনার গুরুত্ব তুলে ধরে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর এই সফল আয়োজন বিশ্ববিদ্যালয়ের নবপ্রযুক্তি, বিশ্লেষণাত্মক চিন্তাধারা এবং কার্যকর গবেষণা উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে একাডেমিক ও বাস্তব জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে পারবে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইমরান মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, গবেষণা উপস্থাপনায় দক্ষতার গুরুত্ব এবং ধারণাগুলোর সমন্বয়ের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি আরো উল্লেখ করেন যে, গবেষণা শুধু একাডেমিক গণ্ডিতেই সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং এটি বৃহত্তর পরিসরে সহজ ও প্রভাবশালী উপায়ে উপস্থাপন করাও গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাটাসফট সিস্টেমস বিডি লিমিটেড প্রেসিডেন্ট, এম. মঞ্জুর মাহমুদ। তিনি তার বক্তব্য শিক্ষা ও শিল্পের মধ্যে সেতুবন্ধন তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন এবং একাডেমিক গবেষণাকে বাস্তব জীবনের সমস্যার সমাধানে কাজে লাগানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডিআইইউ-এর উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমান। তিনি ডিআইইউ-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং বলেন, এই প্ল্যাটফর্মটি নতুন নতুন গবেষণার ধারণাগুলোকে সুন্দর ও কার্যকর উপায়ে উপস্থাপন করার সুযোগ করে দিচ্ছে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আল-সুলতান আবদুল্লাহ (ইউএমপিএসএ)-এর অধ্যাপক ড. ইউদি ফের্নান্দো। তিনি একাডেমিক ও পেশাদার জীবনে কার্যকর গবেষণা উপস্থাপনার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন এবং গবেষণাকে সঠিকভাবে ও প্রভাবশালী উপায়ে উপস্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে এফএসআইটি-এর ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেনও উপস্থিত ছিলেন। তিনি বলেন, গবেষণার সঠিক ক্ষেত্র চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, একটি সমস্যাকে গভীরভাবে বোঝার আগে সেটি সঠিকভাবে উপস্থাপন করা সম্ভব নয়, যা থ্রিএমটি প্রতিযোগিতার মূল শিক্ষা।
থ্রিএমটি প্রতিযোগিতার গুরুত্ব ও ডিআইইউ-এর ভবিষ্যৎ পরিকল্পনা থ্রিএমটি প্রতিযোগিতা ডিআইইউ-এর শিক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রমী সুযোগ তৈরি করেছে, যেখানে তারা মাত্র তিন মিনিটের মধ্যে নিজেদের গবেষণা উপস্থাপন করতে পেরেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা জটিল গবেষণাকে সহজ ভাষায় ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার দক্ষতা অর্জন করেছে।
এই আয়োজন ডিআইইউ-এর গবেষণা-ভিত্তিক শিক্ষার্থীদের প্রস্তুত করতে এবং তাদের একাডেমিক ও শিল্প উভয় ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও এমন উদ্যোগের মাধ্যমে উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই প্রতিযোগিতার মাধ্যমে ডিআইইউ আবারও প্রমাণ করেছে যে, তারা গবেষণা, সৃজনশীল চিন্তাধারা ও কার্যকর যোগাযোগ দক্ষতার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। এমন আয়োজনের মাধ্যমে ডিআইইউ ভবিষ্যতেও নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তাবিদ ও প্রভাবশালী গবেষকদের গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।