কালাইয়ের সাবেক কাউন্সিলর আব্দুল খালেকের ইন্তেকালে শোক প্রকাশ

- আপডেটের সময় : ০৫:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৭৪
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই পৌরসভার সাবেক কাউন্সিলর আঁওড়া গ্রামের আজিজার রহমানের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল খালেক (৬৫) মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না— রাজিউন। মৃতকালে তিনি এক কন্যা, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৫ ফেব্রুয়ারি বুধবার ২ টা ১৫ মিনিটে আঁওড়া গ্রামে ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজা পূর্বে বক্তব্য রাখেন মাওলানা নুরুজ্জামান সরকার, মোজাফফর হোসেন, আব্দুল কুদ্দুস, আব্দুল মাজেদ, মাওঃ রফিকুল ইসলাম, মরহুমের জামাই। জানাযায় ইমামতি করেন পাঁচবিবি উপজেলার সড়াইলের পীর সাহেব মোঃ হেলাল উদ্দিন। তাঁর ইন্তেকালে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কালাই উপজেলা জামায়াতের আমীর মোঃ মুনছুর রহমান, সেক্রেটারী আব্দুল আলীম, কালাই উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইব্রাহিম হোসেন সহ পৌর বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ।