কলাপাড়ায় অটোরিকশা উল্টে এক শিক্ষার্থীর মৃত্যু, আহত-৩

- আপডেটের সময় : ০৯:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
- / ৭৬৩
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে প্রান্ত (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে মোস্তফাপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত প্রান্ত হাওলাদার উপজেলার মহিপুর সদর ইউনিয়নের মনোহরপুর গ্রামের সুজন হাওলাদারের ছেলে।
স্থানীয় ও স্বজনরা জনান, মৃত শিক্ষার্থী তার মায়ের সঙ্গে অটোরিকশাযোগে নিজ বাড়ি থেকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে তার খালা বাড়িতে যাচ্ছিলো। পথিমধ্যে অটোরিকশাটি উল্টে রাস্তার ঢালে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রান্তকে মৃত ঘোষণা করেন। অটোরিকশায় থাকা নিহতের মা প্রীতি রানী (৩০), ছোট বোন স্বপ্না রানী (০৬) ও নানী সোনারানীকে (৫০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, ‘কোনো অভিযোগ না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।’