আজ ধ্রুববাণী’র ব্যবস্থাপনা সম্পাদক হাফিজুর রহমান আকাশের জন্মদিন

- আপডেটের সময় : ০৭:২৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / ৬৫৮
নিজস্ব প্রতিবেদকঃ আজ সাংবাদিক হাফিজুর রহমান আকাশের জন্মদিন। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রামে ১৯৯২ সালের এই দিনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখি করতে পছন্দ করতেন। একটি অনলাইন নিউজপোর্টালের মাধ্যমে ২০১১ সালে সাংবাদিকতায় যাত্রা শুরু হয় তাঁর। পরবর্তী সময়ে ২০১৪ সালে মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য পদ লাভ করেন।
বর্তমানে তিনি গ্লোবাল টেলিভিশন, দৈনিক ঢাকা প্রতিদিন ও বাংলা অ্যাডিশনের কলাপাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি জনপ্রিয় নিউজপোর্টাল ধ্রুববাণী ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ২০১৫ সাল থেকে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট’র কাজের সঙ্গে যুক্ত হয়ে বর্তমানে বিশ্বের অন্যতম ফ্রিল্যান্সার মার্কেট ফাইবার’র টু লেভেল সেলার। শিক্ষাগত জীবনে তিনি ২০১৯ সালে কুয়াকাটা খানাবাদ কলেজ থেকে ডিগ্রি পাস এবং ২০২১ সালে পটুয়াখালী সরকারি কলেজ থেকে সমাজবিজ্ঞান বিষয়ে প্রিলিমিনারি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। পেশাগত জীবনে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ সহ বেশকিছু কৃতিত্ব অর্জন করেছেন।
ব্যক্তি জীবনে তিন ছেলে সন্তানের জনক তিনি। তাঁর সহধর্মিণী ইশরাত জাহান দ্বিতীয় শ্রেণির একজন সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি ঘুরে বেড়াতে পছন্দ করেন।
জন্মদিন সম্পর্কে সাংবাদিক হাফিজুর রহমান আকাশ বলেন, ‘জন্মদিন পালনে তেমন কোনো উদ্যোগ নেই। তবে পরিবার নিয়ে কেক কেটে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন করবো।’
মহিপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, অন্যতম সদস্য জাহিদ রিপন ও ধ্রুববাণী’র সম্পাদক মাইনুদ্দিন আল আতিক তাঁর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।