ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মহিপুর প্রেসক্লাবের নতুন সদস্য হলেন সাংবাদিক আতিক

মো. মাহতাব হাওলাদার
  • আপডেটের সময় : ১২:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / ৭২৫

সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক | ফাইল ফটো

মহিপুর প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি তরুণ ও মেধাবী সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবে এক বিশেষ মিটিংয়ে চূড়ান্তভাবে পূর্ণাঙ্গ সদস্য হিসেবে তাঁকে অনুমোদন দেওয়া হয়। তিনি ছাড়া আরও ৪ জনকে একই সাথে সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে।

তাঁরা হলেন- আরিফুল ইসলাম সুমন (দ্য মুসলিম টাইমস), মিজানুর রহমান রিপন (দৈনিক দেশের ডাক), সালাউদ্দিন সানি (দৈনিক আজকালের কণ্ঠ) ও মাসুদ রানা (দৈনিক সূর্যোদয়)।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাঁদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বেশ কয়েকজন সংবাদকর্মীর আবেদন পর্যালোচনায় রয়েছে।

নতুন সদস্য পদ পেয়ে সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক বলেন, ‘আমাকে প্রেসক্লাবের সদস্য হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রেখে এটিকে আরও গতিশীল ও নান্দনিক করে তুলতে নিরলসভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।’

প্রেসক্লাবের এ নতুন উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার পথে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



নিউজটি শেয়ার করুন








মহিপুর প্রেসক্লাবের নতুন সদস্য হলেন সাংবাদিক আতিক

আপডেটের সময় : ১২:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

মহিপুর প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি তরুণ ও মেধাবী সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবে এক বিশেষ মিটিংয়ে চূড়ান্তভাবে পূর্ণাঙ্গ সদস্য হিসেবে তাঁকে অনুমোদন দেওয়া হয়। তিনি ছাড়া আরও ৪ জনকে একই সাথে সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে।

তাঁরা হলেন- আরিফুল ইসলাম সুমন (দ্য মুসলিম টাইমস), মিজানুর রহমান রিপন (দৈনিক দেশের ডাক), সালাউদ্দিন সানি (দৈনিক আজকালের কণ্ঠ) ও মাসুদ রানা (দৈনিক সূর্যোদয়)।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাঁদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বেশ কয়েকজন সংবাদকর্মীর আবেদন পর্যালোচনায় রয়েছে।

নতুন সদস্য পদ পেয়ে সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক বলেন, ‘আমাকে প্রেসক্লাবের সদস্য হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রেখে এটিকে আরও গতিশীল ও নান্দনিক করে তুলতে নিরলসভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।’

প্রেসক্লাবের এ নতুন উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার পথে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।