আমতলীতে শস্য কর্তন ও মাঠ দিবস পালিত

মাইনুল ইসলাম রাজু
- আপডেটের সময় : ০৫:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ৬৬৭
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীতে আমন শস্য কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় আমতলী সদর ইউনিয়নের মানিকঝুড়ি গ্রামে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ইউএস এআইডির সহায়তায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি এ কর্মসূচীর আয়োজন করে।
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কেটে শস্য কর্তন ও মাঠ দিবস পালনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র বরগুনা জেলা ফিল্ড সুপার ভাইজার কৃষিবিদ মো. নাজমুল হক, জেলা কো-অর্ডিনেটর মো. আব্দুর রব, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন ও হায়তুজ্জামান মিরাজ প্রমুখ।