ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কাউনিয়ায় জোরপূর্বক বাড়ির পাকা দেয়াল ভেঙ্গে দেওয়ার অভিযোগ

জে এইচ সোহাগ
  • আপডেটের সময় : ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / ৭৪০

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার সাহাবাজ গ্রামে শাহানাজ পারভীন সাথীর পৈতৃক সূত্রে পাওয়া ১শতক ও ক্রয় কৃত ৪ শতক জমিতে করা বাড়ীর দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ ওঠেছে আপন ভাই সাইদুল ইসলাম (৪২) এর বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহানাজ পারভীন সাথী পৈতৃক সূত্রে ১ শতক জমি পেয়েছে এবং ভাইদের নিকট থেকে ৪ শতক জমি ক্রয় করে। কিন্তু জমি ক্রয় করার করার পর থেকে সাথীর উপর ক্ষিপ্ত হয়ে প্রায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ একাধিক বার বৈঠক করে এ বিষয়ে কোন সুরাহা করতে পারেনি। সেই জমিতে বাড়ি ঘর তৈরি করে বসবাস করে আসছে। ঘটনার দিন ১৭ নভেম্বর রবিবার বাড়িতে কেউ না থাকায় তার ভাই সাইদুল ইসলাম ও তার ভাবী সহ পীরগাছা এলাকা থেকে ১০/১২ ভাড়াটিয়া সন্ত্রাসী সহ শাহানাজ পারভীন সাথীর ক্রয়কৃত জমির বাড়ির পাকা দেওয়াল ভেঙ্গে ফেলে বাড়তি জমি নিয়ে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখে। এ খবর পেয়ে শাহনাজ পারভীন সাথী সেখানে গেলে তারা মারপিট করতে আসে। এসময় উপস্থিত লোকজন তাদের বাঁধা দেওয়ায় আর মারপিট করতে পারেনি।

সাথী জানায়, তার বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলায় প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তার ভাই সাইদুল ইসলাম চিৎকার করে বলেন, তোর কোন দেওয়ানী বা গুন্ডা বাহিনী আছে? নিয়ে আসিস আমি দেখবো। বর্তমানে সাইদুল ইসলাম নানাভাবে শাহানাজ পারভীন সাথী ও তার পরিবারের লোকজনকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। শাহানাজ পারভীন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানিয়েছেন।



নিউজটি শেয়ার করুন








কাউনিয়ায় জোরপূর্বক বাড়ির পাকা দেয়াল ভেঙ্গে দেওয়ার অভিযোগ

আপডেটের সময় : ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার সাহাবাজ গ্রামে শাহানাজ পারভীন সাথীর পৈতৃক সূত্রে পাওয়া ১শতক ও ক্রয় কৃত ৪ শতক জমিতে করা বাড়ীর দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ ওঠেছে আপন ভাই সাইদুল ইসলাম (৪২) এর বিরুদ্ধে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহানাজ পারভীন সাথী পৈতৃক সূত্রে ১ শতক জমি পেয়েছে এবং ভাইদের নিকট থেকে ৪ শতক জমি ক্রয় করে। কিন্তু জমি ক্রয় করার করার পর থেকে সাথীর উপর ক্ষিপ্ত হয়ে প্রায় অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ একাধিক বার বৈঠক করে এ বিষয়ে কোন সুরাহা করতে পারেনি। সেই জমিতে বাড়ি ঘর তৈরি করে বসবাস করে আসছে। ঘটনার দিন ১৭ নভেম্বর রবিবার বাড়িতে কেউ না থাকায় তার ভাই সাইদুল ইসলাম ও তার ভাবী সহ পীরগাছা এলাকা থেকে ১০/১২ ভাড়াটিয়া সন্ত্রাসী সহ শাহানাজ পারভীন সাথীর ক্রয়কৃত জমির বাড়ির পাকা দেওয়াল ভেঙ্গে ফেলে বাড়তি জমি নিয়ে টিনের বেড়া দিয়ে ঘিরে রাখে। এ খবর পেয়ে শাহনাজ পারভীন সাথী সেখানে গেলে তারা মারপিট করতে আসে। এসময় উপস্থিত লোকজন তাদের বাঁধা দেওয়ায় আর মারপিট করতে পারেনি।

সাথী জানায়, তার বাড়ির দেয়াল ভেঙ্গে ফেলায় প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তার ভাই সাইদুল ইসলাম চিৎকার করে বলেন, তোর কোন দেওয়ানী বা গুন্ডা বাহিনী আছে? নিয়ে আসিস আমি দেখবো। বর্তমানে সাইদুল ইসলাম নানাভাবে শাহানাজ পারভীন সাথী ও তার পরিবারের লোকজনকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। শাহানাজ পারভীন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানিয়েছেন।