গলাচিপায় পাতিহাঁস পাড়লো কালো ডিম!

- আপডেটের সময় : ০৭:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ৬৫৫
পটুয়াখালী সংবাদদাতাঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে ক্লোজার বাজার এলাকায় একটি দেশি পাতিহাঁস তিনটি কালো ডিম পেড়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা বিষয়টি স্বাভাবিক বলে জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, চরবিশ্বাস ইউনিয়নের ক্লোজার বাজার এলাকার মোহাম্মদ সরদারের স্ত্রী লাইজু আক্তার দীর্ঘদিন ধরে দেশি প্রজাতির ১০টি পাতিহাঁস পালন করেন। এরমধ্যে গত তিনদিন একটি পাতিহাঁস একটি করে কালো ডিম পেড়েছে। দেশি পাতিহাঁস কালো ডিম পাড়ার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ তা দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমান।
লাইজু আক্তার বলেন, ‘হাঁসগুলোকে স্বাভাবিক খাবারই খেতে দিয়েছি। তারপরও কেন কালো ডিম পেড়েছে, তা বুঝতে পারছি না।’
এদিকে লাইজুর স্বামী মোহাম্মদ সরদার জানান, তিনি ডিম ভেঙে তার মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পাননি। ডিমের ভিতরে অন্য ডিমের মতোই স্বাভাবিক। এমনকি স্বাদও একই।
লাইজু আক্তারদের প্রতিবেশী নিজাম হাওলাদার বলেন, ‘হাঁসটি গত তিন দিনে তিনটি কালো ডিম পেড়েছে। সবগুলোর খোসা দেখতে কালো। এর আগে এমন ডিম আমরা কখনো দেখিনি।’
এ বিষয়টিকে স্বাভাবিক বলে উল্লেখ করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাশ বলেন, ‘কোনো কারণে বন্ডিং জাতের হাঁসের সঙ্গে দেশি হাঁসটির ক্রস হতে পারে। বন্ডিং জাতের হাঁস নীল বর্ণের ডিম দেয়। তবে হাঁসটি কালো ডিম কেন পেড়েছে, এ প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব হচ্ছে না। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত তথ্য দেওয়া যাবে। তবে এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই গ্রহণ করতে হবে।’