ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ায় বিএনপির তিন নেতাকে অব্যাহতি

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৯:৪৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / ৬০৮

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতাঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা বিএনপির তিন নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তরা হলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মো. আলমগীর কবির ও আকরাম উদ্দিন রনি।

বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে তাদের অব্যাহতি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গত ৯ নভেম্বর আপনাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে ১১ নভেম্বর আপনারা নোটিশের জবাব দিয়েছেন। জবাব গ্রহণযোগ্য না হওয়ায় আপনাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হইল।’

জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি চিঠির বিষয়ে বলেন, শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাদেরকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু নেতা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে থাকা নিয়ে অনেকে দলীয় কোন্দলের শিকারও হচ্ছেন।



নিউজটি শেয়ার করুন








হাতিয়ায় বিএনপির তিন নেতাকে অব্যাহতি

আপডেটের সময় : ০৯:৪৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতাঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা বিএনপির তিন নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তরা হলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মো. আলমগীর কবির ও আকরাম উদ্দিন রনি।

বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে তাদের অব্যাহতি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গত ৯ নভেম্বর আপনাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে ১১ নভেম্বর আপনারা নোটিশের জবাব দিয়েছেন। জবাব গ্রহণযোগ্য না হওয়ায় আপনাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হইল।’

জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি চিঠির বিষয়ে বলেন, শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাদেরকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু নেতা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে থাকা নিয়ে অনেকে দলীয় কোন্দলের শিকারও হচ্ছেন।