পটুয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডে ড্রেন না থাকায় বৃষ্টিতে নিম্ন রোডগুলো প্লাবিত

- আপডেটের সময় : ১০:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ৭৫৩
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ড নন্দ কানাই। বায়তুন্ নাজাত জামে মসজিদ সংলগ্ন রাস্তা দিয়ে শত শত মানুষের চলাচল করতে দূর্ভোগ।
৫ অক্টোবর, রোজ শনিবার স্থানীয় লোকজন ও নামাজ আদায় করতে আসা মুসুল্লিগন বলেন, আমাদের ছেলে-মেয়েরা ইস্কুলে যেতে অনেক কষ্ট হয়, বৃষ্টির পানি জমে থাকার কারনে। আমরা মসজিদে আসার সমায় এই বৃষ্টির পানিতে জামাকাপড় নষ্ট হয়েন। এই নিম্ন রাস্থা গুলো উঁচু করা বা ড্রেন করার জন্য স্থানীয় সরকারের প্রতি অনুরোধ করা হলো।
তারা আরো বলেন, আমরা একতাবদ্ধ হয়ে ৬ ইঞ্চি পাইপ দিয়ে এই বৃষ্টিরপানি যাতে নামতে পারে, সেই ব্যাবস্থা করা হয়েছিল। কিন্তু স্থানীয় বালু মহল ড্রেজার ব্যবসায়ীরা এই এলাকায় বালু বিক্রির সমায়, পাইপ লিক হয়ে যাওয়ার কারনে। বালুপানি আমাদের ড্রেং পাইবে গিয়ে পাইপ জাম হয়ে যায়। এই জন্য বৃষ্টির পানি জমে থাকে এই রাস্তায়।
আমরা এই বৃষ্টির পানি জমে থাকা নানামুখী দূর্ভোগে পড়া এলাকাবাসী সবার সহযোগিতা কামনা করছি।