ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মনির হোসেন-এর কবিতা ‘চিঠি দিবস’

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৯:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ৭১৮

চিঠি দিবস
মনির হোসেন


যা নিয়ে যা চিঠি সুখ পায়রা সুখের ঠিকানায়।
বে নামে চিঠি পায়রার ঠোঁটে উড়ে যায় নিয়ে যায়।
পায়রা আমার বাহোক বন্ধু গোপন রাখে সব কথা।
ফিরে আসে নিয়ে আসে বন্ধুর পত্র খানা।
চিঠি দেয় হাতে আনন্দে নাচে বাকবাকুম বাকবাকুম।
চিঠি খুলে দেখি লিখেছে প্রিয়া আজ চিঠি দিবস।



নিউজটি শেয়ার করুন








মনির হোসেন-এর কবিতা ‘চিঠি দিবস’

আপডেটের সময় : ০৯:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

চিঠি দিবস
মনির হোসেন


যা নিয়ে যা চিঠি সুখ পায়রা সুখের ঠিকানায়।
বে নামে চিঠি পায়রার ঠোঁটে উড়ে যায় নিয়ে যায়।
পায়রা আমার বাহোক বন্ধু গোপন রাখে সব কথা।
ফিরে আসে নিয়ে আসে বন্ধুর পত্র খানা।
চিঠি দেয় হাতে আনন্দে নাচে বাকবাকুম বাকবাকুম।
চিঠি খুলে দেখি লিখেছে প্রিয়া আজ চিঠি দিবস।