ডা. আব্দুল হাকিম-এর কবিতা “দুর্ভিক্ষের বৃত্তায়ন”

- আপডেটের সময় : ১০:২৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ৯১২
দুর্ভিক্ষের বৃত্তায়ন
ডা. আব্দুল হাকিম
স্বপ্ন তাবীর রাজপ্রাসাদে রাজবন্দী হয় রাজা
ইতিহাসের কড়াল গ্রাসে ষড়যন্ত্রী’র সাজা
সুখ-শান্তিতে রাজা-প্রজা বাঁধা বিঘ্ন ছাড়া
অমোঘ ঝড়ে লণ্ডভণ্ড ছলচাতুরীর তাড়া।।
ধর্ম,জাতি,তত্ত্ব,সত্ত্ব, ভোগবাদী’তায় ঘেরা
মৃন্ময়ী আজ শ্মশান ঘাটে বস্ত্র,আব্রু ছেঁড়া
কুরুক্ষেত্রে অসুর হাসে হাজার বছর ধরে
সত্য পথের পথিক যাঁরা বিশ্বাসী হয় মরে।।
সভ্যতা রয় হাজার বছর কৃষ্টি শেখার পালা
দুর্ভিক্ষ এক প্রতীকী রূপ প্রভুরই পাঠশালা
হা-ভাত কুকুর,মৃত্যু ক্ষুধা আধিপত্যবাদ হিসাব
মালিক-শ্রমিক দ্বন্দ্ব দূরী যাকাত হকের নিসাব।।
রাশিয়া,চীন, ভারত জুড়ে বোমার ভেঁপু বাজে
অস্ত্র বাজার, খাদ্য শস্য অর্থনীতির কাজে
মানবিক শুদ্ধ’তাতে আঁধার হটাও মনে
আত্মরম্ভা,জুজু চিত্রে বাঘ সম্রাজ্ঞী বনে।।
আলেকজান্ডার, কোভিড শেখায় অর্বাচীন নীতি
প্রেম নিবেদন আশার ভাষা মুক্ত বিহগ গীতি
সাতটি শীষে ভবিতব্য দূরদৃষ্টি ওই রাজা
জাত-বেজাতে দ্বন্দ্ব শিখে অরক্ষিত গাজা।।
উনবিংশ পুরোদস্তুর এক দুর্ভিক্ষের শতক
এলা সেন, জয়নুল, মাও, আল্পনা শতক
কলুষিত মানবতার হত্যাযজ্ঞ জ্ঞান
নিকুঞ্জপ্রেম ভক্তিশ্রদ্ধা আধ্যাত্মিকে ধ্যান।।
ফ্যসিবাদী দৃষ্টিভঙ্গি দুর্ভিক্ষের মনন
ফেরাউন নমরুদের পদাঙ্ক স্মরণ
আবিষ্কার নেশাতে লেলিহান শিখা
ধরাধামে আয়ুষ্কাল কীর্তিমান লিখা।।