ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তপন কুমার তপু – এর কবিতা “বেঁচে থাকার লড়াই “

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৬:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৭৮১

বেঁচে থাকার লড়াই

তপন কুমার তপু

শ্রমের আগুনে পুড়ছে দেহ
পেট বোঝেনা কিছু,
শ্রমে ঘামে কত ভিজেছে শরীর,
মাথা তো হয়নি নীচু।

পুড়ছে শরীর পুড়ছে হৃদয়
যুগে যুগে বারবার,
বেঁচে থাকার লড়াই টা কি
শুধু মানুষের সংসার।

সবকিছুতে কথা শোনে শুধু
পেট শোনেনা কথা,
কতশত ক্ষত হয় এ শরীর
তবুও লাগে না ব্যথা।

পেটের আগুন নেভাতে মানুষ,
বিলায় এ জীবন,
ক্ষত বিক্ষত করেছে শরীর
তবুও ভরেনি মন।

বুভুক্ষ সব প্রাণ ও প্রাণীর
বাঁচতে হবে তাই,
যুগ যুগান্তর করছে মানুষ
জীবন বাঁচাতে লড়াই।।



নিউজটি শেয়ার করুন








তপন কুমার তপু – এর কবিতা “বেঁচে থাকার লড়াই “

আপডেটের সময় : ০৬:৩০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

বেঁচে থাকার লড়াই

তপন কুমার তপু

শ্রমের আগুনে পুড়ছে দেহ
পেট বোঝেনা কিছু,
শ্রমে ঘামে কত ভিজেছে শরীর,
মাথা তো হয়নি নীচু।

পুড়ছে শরীর পুড়ছে হৃদয়
যুগে যুগে বারবার,
বেঁচে থাকার লড়াই টা কি
শুধু মানুষের সংসার।

সবকিছুতে কথা শোনে শুধু
পেট শোনেনা কথা,
কতশত ক্ষত হয় এ শরীর
তবুও লাগে না ব্যথা।

পেটের আগুন নেভাতে মানুষ,
বিলায় এ জীবন,
ক্ষত বিক্ষত করেছে শরীর
তবুও ভরেনি মন।

বুভুক্ষ সব প্রাণ ও প্রাণীর
বাঁচতে হবে তাই,
যুগ যুগান্তর করছে মানুষ
জীবন বাঁচাতে লড়াই।।