ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সোহরাব হোসেন-এর কবিতা ‘তোমাতে’ই আমি’

সাহিত্য ডেস্ক
  • আপডেটের সময় : ০৩:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৬১২

তোমাতে’ই আমি
সোহরাব হোসেন


অনেক দিন হয় নিজেকে নিয়ে নিজে
ভাবতে তেমন আর সময় হয়না,
এমন কি নিজেকে খুব বেশি আর ভালবাসি না?

নিজের মধ্যে তেমন করে খুঁজি না নিজেকে
অথবা খুঁজার চেষ্টাও কখনো করিনা।
কেন ই বা খুঁজতে যাব নিজেকে কারণ
প্রতিনিয়ত প্রায় তোমার মাঝেই খুজি নিজেকে?
শুধু ভাবি তুমিতে’ই তো আমি
তোমাতেই তো সৃষ্টি আমার
তাই তোমার মধ্যেই বেশ খুঁজি আমার আমিকে।

তোমার মায়াবী দৃষ্টি তোমার ভালবাসা বাসি,
তোমার সুখ শান্তি ইত্যাদি সবকিছুতে
খুঁজি বেশ আমাকে!

নিঝুম ঘোর রাত্রীতে যখনি হই একা
তখন প্রায়ই পড়ি বিপাকে, কত কথা,
কত স্মৃতি দোলা দেয় এ মনে ,
ঠিক প্রতি নিশ্বাসে বিশ্বাসে,
এমনকি তোমাতেই আষ্টেপৃষ্টে।

আমিহীন এই আমি তো তখন তোমার হাসিতে,
ঐ আখির দৃষ্টিতে হারিয়ে যাওয়া,
কিছুটা দুজন দুজনকে অপলক ভঙ্গিতে তাকিয়ে দেখা
আবার কখনো মাদুর পেতে
চাঁদনী রাতে তারার সৌন্দর্য অবলোকন।

রোজ তোমার স্মৃতিতেই জেগে উঠি,
আবার রোজ তোমাতেই অস্ত নামি।
আমি যখন খুঁজে না পাই নিজেকে নিজের মধ্যে
তখন তুমি কোমল সুরে ডেকে নিও আমাকে।

মাঝে মধ্যেই আমার আমিকে নতুন করে
সাজাতে থাকি তোমাতে,
প্রকৃতির আলোতে হারিয়ে যাওয়া প্রকৃতির মতো
আমার ভিতরের সত্তাকে খুঁজি প্রায় তোমার সত্তাতে!



নিউজটি শেয়ার করুন








সোহরাব হোসেন-এর কবিতা ‘তোমাতে’ই আমি’

আপডেটের সময় : ০৩:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

তোমাতে’ই আমি
সোহরাব হোসেন


অনেক দিন হয় নিজেকে নিয়ে নিজে
ভাবতে তেমন আর সময় হয়না,
এমন কি নিজেকে খুব বেশি আর ভালবাসি না?

নিজের মধ্যে তেমন করে খুঁজি না নিজেকে
অথবা খুঁজার চেষ্টাও কখনো করিনা।
কেন ই বা খুঁজতে যাব নিজেকে কারণ
প্রতিনিয়ত প্রায় তোমার মাঝেই খুজি নিজেকে?
শুধু ভাবি তুমিতে’ই তো আমি
তোমাতেই তো সৃষ্টি আমার
তাই তোমার মধ্যেই বেশ খুঁজি আমার আমিকে।

তোমার মায়াবী দৃষ্টি তোমার ভালবাসা বাসি,
তোমার সুখ শান্তি ইত্যাদি সবকিছুতে
খুঁজি বেশ আমাকে!

নিঝুম ঘোর রাত্রীতে যখনি হই একা
তখন প্রায়ই পড়ি বিপাকে, কত কথা,
কত স্মৃতি দোলা দেয় এ মনে ,
ঠিক প্রতি নিশ্বাসে বিশ্বাসে,
এমনকি তোমাতেই আষ্টেপৃষ্টে।

আমিহীন এই আমি তো তখন তোমার হাসিতে,
ঐ আখির দৃষ্টিতে হারিয়ে যাওয়া,
কিছুটা দুজন দুজনকে অপলক ভঙ্গিতে তাকিয়ে দেখা
আবার কখনো মাদুর পেতে
চাঁদনী রাতে তারার সৌন্দর্য অবলোকন।

রোজ তোমার স্মৃতিতেই জেগে উঠি,
আবার রোজ তোমাতেই অস্ত নামি।
আমি যখন খুঁজে না পাই নিজেকে নিজের মধ্যে
তখন তুমি কোমল সুরে ডেকে নিও আমাকে।

মাঝে মধ্যেই আমার আমিকে নতুন করে
সাজাতে থাকি তোমাতে,
প্রকৃতির আলোতে হারিয়ে যাওয়া প্রকৃতির মতো
আমার ভিতরের সত্তাকে খুঁজি প্রায় তোমার সত্তাতে!