ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাব্বির হোসেন বাপ্পি’র কবিতা ‘প্রিয়ার অভিনয়’

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৬৫৩

প্রিয়ার অভিনয়
সাব্বির হোসেন বাপ্পি


ভালোবাসার অভিনয় করে
পারি দিলে সাতটি বছর,
নিজের স্বার্থ আদায় করে, আমায় করলে পর।
কত কথা, কত স্মৃতি দিয়ে ছিলে তুমি,
আমায় শুধু ব্যবহার করতে,,জেনে গেলাম আজ আমি।
তোমার করা হাজারটা ভুল,,ক্ষমা করে দিতাম বারবার,
সেই ভুলের মাসুল, টানতে হলো আজ আমার।
যে পথে চলতে শেখালাম তোমায় শতবার
সে পথের মাঝখানেতে ছেড়ে দিলে আমায়।
দুটি মাসের ব্যবধানে হয়ে গেলে তুমি পর
অন্য জনের হাতটি ধরে, সাজালে বাসর ঘর।
দীর্ঘ দিনের পথ চলাতে,শিখলাম শুধু আমি
আপন করে পাওয়ার আশা, শুধুই বোকামি।
সাতটি বছর পাশে থেকেও চিনলাম না তোমায়
তোমার মনে ছলনা ছিলো,জানতাম না আমি।
বিশ্বাস করে প্রতিটি সময়,ভালোবাসতাম তোমায়
যতন করে বুকের ভেতর আগলিয়ে রাখতাম তাই।
সহজ সরল মনটা পেয়ে,,করলে বিষম আঘাত,
তুষের আগুনে তাইতো আমি জ্বলি বারো মাস।
সব কিছু ভুলে গিয়ে, করছো তুমি সংসার
স্বামীর বুকে মাথা রেখে,পারি দিচ্ছো মাসের পর মাস।
কথা ছিলো ঘর বাঁধবে,ছাড়বে না আমার হাত
আমার বুকে মাথা রেখে, দেখবে আকাশের চাঁদ।
বুকের ভেতর কাল বৈশাখী, তুলে যখন ঝড়
তোমার নামটি শুনলে আজ, বড়ই ঘৃনা হয়,
তারিখঃ ০২/০২/২০২৪ ইং



নিউজটি শেয়ার করুন








সাব্বির হোসেন বাপ্পি’র কবিতা ‘প্রিয়ার অভিনয়’

আপডেটের সময় : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪

প্রিয়ার অভিনয়
সাব্বির হোসেন বাপ্পি


ভালোবাসার অভিনয় করে
পারি দিলে সাতটি বছর,
নিজের স্বার্থ আদায় করে, আমায় করলে পর।
কত কথা, কত স্মৃতি দিয়ে ছিলে তুমি,
আমায় শুধু ব্যবহার করতে,,জেনে গেলাম আজ আমি।
তোমার করা হাজারটা ভুল,,ক্ষমা করে দিতাম বারবার,
সেই ভুলের মাসুল, টানতে হলো আজ আমার।
যে পথে চলতে শেখালাম তোমায় শতবার
সে পথের মাঝখানেতে ছেড়ে দিলে আমায়।
দুটি মাসের ব্যবধানে হয়ে গেলে তুমি পর
অন্য জনের হাতটি ধরে, সাজালে বাসর ঘর।
দীর্ঘ দিনের পথ চলাতে,শিখলাম শুধু আমি
আপন করে পাওয়ার আশা, শুধুই বোকামি।
সাতটি বছর পাশে থেকেও চিনলাম না তোমায়
তোমার মনে ছলনা ছিলো,জানতাম না আমি।
বিশ্বাস করে প্রতিটি সময়,ভালোবাসতাম তোমায়
যতন করে বুকের ভেতর আগলিয়ে রাখতাম তাই।
সহজ সরল মনটা পেয়ে,,করলে বিষম আঘাত,
তুষের আগুনে তাইতো আমি জ্বলি বারো মাস।
সব কিছু ভুলে গিয়ে, করছো তুমি সংসার
স্বামীর বুকে মাথা রেখে,পারি দিচ্ছো মাসের পর মাস।
কথা ছিলো ঘর বাঁধবে,ছাড়বে না আমার হাত
আমার বুকে মাথা রেখে, দেখবে আকাশের চাঁদ।
বুকের ভেতর কাল বৈশাখী, তুলে যখন ঝড়
তোমার নামটি শুনলে আজ, বড়ই ঘৃনা হয়,
তারিখঃ ০২/০২/২০২৪ ইং