নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে- মুক্তি

- আপডেটের সময় : ১১:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ৬১৭
নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল-১ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নড়াগাতি থানা আওয়ামীলীগের আয়োজনে কাচারিমাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াগাতি থানা আওয়ামীলীগের সভাপতি শেখ সালাউদ্দিন বশির। সাধারন সম্পাদক শাহা মোঃ ফোরকানের সঞ্চলনায় জন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএম কবিরুল হক মুক্তি।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সাবেক কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমূর রহমান ওসি, কালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এফএম সোহাগ প্রমূখ। বি এম কবিরুল হক মুক্তি বলেন, নির্বাচন নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। বিএনপি-জামাত হরতাল-অবরোধের নামে দেশে জ্বালাও পোড়াও করছে৷ বাংলাদেশর মানুষ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবন্থান নিয়েছে। নির্বাচনে দিন সকলকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ষড়যন্ত্রে দাতভাঙ্গা জবাব দিতে হবে।
জননেত্রী শেখ হাসিনাকে আবারও ভোটদিয়ে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে দেশের সার্থে জনগনের সার্থে বলেও জানান তিনি। কবিরুল হক মুক্তি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন করেছে। এরই ধারাবাহিতকায় আমার নির্বাচনী এলাকা (সদরের একাংশ ও কালিয়া উপজেলা) বিগত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থীকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।