ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পর্দা প্রথা – মাইশা আক্তার নিশিলা

শেখ নাসির উদ্দিন
  • আপডেটের সময় : ০৫:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ৮৭৬

পর্দা প্রথা
– মাইশা আক্তার নিশিলা

দৃষ্টি ভঙ্গি বদলে তবে-সমাজ বদলে ফেলো।
পর্দা প্রথা আনতে হবে- ঈমান দৃঢ় করো।
মা তুমি নও ভোগবিলাসী- পুরুষ জাতির তোপ,,
আব্রু ঢেকে পর্দা করবো- এইটাই নীতি হোক।
নারীর সৌন্দর্য স্বামীর জন্য-পর পুরুষের নয়,,
তাদের নজর এড়িয়ে চলো- এটাই ইসলাম কয়।
খোলা খাবারেই মাছি পড়ে- ঢাকা খাবারে নয়,,
বোরকা দ্বারা আবিষ্টিত হলেই- নারী সুরক্ষিত হয়।
কেয়ামতের ওসিয়ত সব মিলছে দেখো আজ,,
মহাপ্রলয়ের ইঙ্গিতবাহী নারীর কতো সাজ।
উত্তোলিত ইরান জাতিও হিজাব খুলতে চাচ্ছে,,
অন্ধ জাতি হচ্ছে পাপি, ধ্বংসের দিকে যাচ্ছে।
স্বাধীন পোশাক স্বাধীনতা নয়- বাড়ায় ধর্ষণের হার,,
তাইতো তারা পাপ অনলে পুড়ছে ছারখার।
হিজাব পরেই নারী দেখো, স্বাধীন ভাবে চলে,,
কেউ কি তাদের অপ্রীতিকর, বাজে কথা বলে??
বোরকাই নারীর নিরাপত্তা, তাইতো বোরকা পরো,
পর্দা প্রথা আনতে হবে ঈমান দৃঢ় করো ।

লেখক পরিচিতি
অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার, লোকপ্রশাসন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।



নিউজটি শেয়ার করুন








পর্দা প্রথা – মাইশা আক্তার নিশিলা

আপডেটের সময় : ০৫:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

পর্দা প্রথা
– মাইশা আক্তার নিশিলা

দৃষ্টি ভঙ্গি বদলে তবে-সমাজ বদলে ফেলো।
পর্দা প্রথা আনতে হবে- ঈমান দৃঢ় করো।
মা তুমি নও ভোগবিলাসী- পুরুষ জাতির তোপ,,
আব্রু ঢেকে পর্দা করবো- এইটাই নীতি হোক।
নারীর সৌন্দর্য স্বামীর জন্য-পর পুরুষের নয়,,
তাদের নজর এড়িয়ে চলো- এটাই ইসলাম কয়।
খোলা খাবারেই মাছি পড়ে- ঢাকা খাবারে নয়,,
বোরকা দ্বারা আবিষ্টিত হলেই- নারী সুরক্ষিত হয়।
কেয়ামতের ওসিয়ত সব মিলছে দেখো আজ,,
মহাপ্রলয়ের ইঙ্গিতবাহী নারীর কতো সাজ।
উত্তোলিত ইরান জাতিও হিজাব খুলতে চাচ্ছে,,
অন্ধ জাতি হচ্ছে পাপি, ধ্বংসের দিকে যাচ্ছে।
স্বাধীন পোশাক স্বাধীনতা নয়- বাড়ায় ধর্ষণের হার,,
তাইতো তারা পাপ অনলে পুড়ছে ছারখার।
হিজাব পরেই নারী দেখো, স্বাধীন ভাবে চলে,,
কেউ কি তাদের অপ্রীতিকর, বাজে কথা বলে??
বোরকাই নারীর নিরাপত্তা, তাইতো বোরকা পরো,
পর্দা প্রথা আনতে হবে ঈমান দৃঢ় করো ।

লেখক পরিচিতি
অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার, লোকপ্রশাসন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।