দোয়া ও মিলাদ অনুষ্ঠানে এমপি মহিব
‘পটুয়াখালী-৪ আসনকে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও শালিসবাণিজ্যমুক্ত করেছি’

- আপডেটের সময় : ১০:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / ৭৪৩
নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনকে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও শালিসবাণিজ্যমুক্ত করেছেন উল্লেখ করে স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব বলেছেন, ‘বিগত ৫ বছরে আমার নির্বাচনী আসনকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করেছি। মানুষকে নিরাপদে ব্যবসা করার পরিবেশ করে দিয়েছি। মাদক ও শালিসবাণিজ্যমুক্ত করে সুন্দর পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি। আর এটা সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। আমি চাই আমার জনগণ সবসময় শান্তিতে থাকুক।’
মঙ্গলবার (১২ ডিসেম্বর) শেষ বিকেলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমার মনোনয়ন নিয়ে এলাকায় অনেক ধোঁয়াশা ছিলো। অবশেষে মনোনয়ন পাওয়ায় আমি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় এ আসন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও উপহার দিতে চাই।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা কখনো নৌকার বিরোধীতা করতে পারে না। আমাদের আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের নেত্রী শেখ হাসিনা এবং আমাদের মার্কা নৌকা। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
এছাড়াও তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের নেতা-কর্মী হয়েও নৌকার বিরোধীতা করছেন তারা বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেঈমানি করছেন।’
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে আহ্বান জানান।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হায়দার আলী ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম আকনের সঞ্চালনায় অন্যানের মধ্যে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ শিকদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।