কলাপাড়ায় খেলার মাঠ তৈরি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

- আপডেটের সময় : ০১:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ৬৮১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জনহিতকর কাজ করে প্রশংসা কুড়িয়েছেন সর্বসাধারণের। তিনি একজন সংস্কৃতিমনা মানুষ হিসেবেও পরিচিতি পেয়েছেন সাংস্কৃতিক অঙ্গনে। তারই প্রতিফলন ঘটিয়েছেন কলাপাড়ায় খেলোয়াড়দের দীর্ঘ দিনের দাবি খেলার মাঠ তৈরি করে দিয়ে। তার অগ্রণী ভূমিকায় পৌরশহরের কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন বিশাল এলাকাজুড়ে এ মাঠ স্থাপন করা হয়েছে। ইতোপূর্বে সেখানে বালু ভরাট করে খেলার উপযোগী করা হয়েছে এবং মাঠের পূর্ব-পশ্চিম দুই দিকে নির্মাণ করা হয়েছে গোলপোস্ট। এরই মধ্যে সেখানে খেলাধুলা করতে দেখা গেছে শিশু-কিশোরদের। তারা জানিয়েছে খেলার বলটিও উপজেলা নির্বাহী কর্মকর্তা কিনে দিয়েছেন।
জানা গেছে, কলাপাড়া পৌরশহরে খেলাধুলার কোনো মাঠ ছিলনা। সাংস্কৃতিক ব্যাক্তি ও খেলোয়াড়দের দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের আশ্বস্ত করেছিলেন। তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনি এ মাঠ তৈরি করে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি কলাপাড়া উপজেলায় যোগদান করার পর থেকে একের পর এক জনহিতকর কাজের জন্য উপজেলার সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে নতুন মাঠ পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ধ্রুববাণীকে জানান, মাঠটির রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য্যবর্ধনের কাজ চলমান রয়েছে। এখন থেকেই উপজেলার সংস্কৃতিমনা সকলকে এ মাঠে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার অনুমতি দিয়েছেন তিনি।
এসময় খেলার মাঠের নামকরণের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি যে কোনো বিশিষ্ট ব্যক্তির নামে নামকরণ হতে পারে। সেক্ষেত্রে একাধিক প্রস্তাব এলে উপজেলা পরিষদের নামেও হতে পারে।
অতিদ্রুত খেলার মাঠটি করে দেওয়ার জন্য কলাপাড়ার ক্রীড়াঙ্গনের ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন প্রবীণ গণমাধ্যমকর্মী ও কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির।