কলাপাড়ায় প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

রাসেল মোল্লা
- আপডেটের সময় : ১২:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ৬৭৯
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৪২৪৫ জন প্রান্তিক চাষীদের মাঝে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, সয়াবিন, খেসারী ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা এ. আর. এম সাইফুল্লাহ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা। এসময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন।