সরিষাবাড়ীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

- আপডেটের সময় : ০৮:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ৬৫৩
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে মধু মিয়া (৪৫) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
নিখোঁজের একদিন পর মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা ঝিনাই নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মধু মিয়া ওই ইউনিয়নের হাসরা মাজালিয়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, মধু মিয়া সোমবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে তিনি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। নিখোঁজের একদিন পর মঙ্গলবার বিকেলে চাপারকোনা বাজারের বালুর মাঠ সংলগ্ন ঝিনাই নদীতে তার লাশ ভেসে ওঠে।
চেয়ারম্যান আরও জানান, সম্প্রতি তার ইউনিয়নে অটোরিকশা ও গরুসহ ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। ছিনতাইকারী চক্র যাত্রী সেজে মধু মিয়াকে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে যায় বলে তিনি ধারণা করছেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনার মূল কারণ সনাক্তের কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।