ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চিরনিদ্রায় শায়িত হলেন সংসদ সদস্য শাহজাহান মিয়া

এইচ এম মোশারেফ সুজন
  • আপডেটের সময় : ০৮:২৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ৬৪৪

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নিজ জেলা শহরে দ্বিতীয় দফা জানাজায় হাজার হাজার মানুষের ঢল। রোববার (২২ অক্টোবর) সকাল এগারোটায় পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে চারলেন সড়কে জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের’র ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড আফজাল হোসেনসহ, বিভিন্ন জেলা আওয়ামিলীগের নেতা ও অনান্য রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সর্বস্তরের জনসাধারণের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রোদ্ধা পরে পটুয়াখালী পৌর করবস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় এই বরেণ্য রাজনীতিবিদকে। এর আগে তার দীর্ঘদিনের কর্মস্থল জেলা আইনজীবী সমিতিতে নেওয়া হয় মরদেহ।

শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে শাহজাহান মিয়ার মরদেহ নিয়ে বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে পটুয়াখালী আসে। জেলার কৃষি বিমান অবতরণ কেন্দ্রে মরদেহ গ্রহণ করে ছোট ছেলে ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আরিফুজ্জামান রনিসহ পরিবারের সদস্যরা।

গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তার মেঝ পুত্র-: সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড তারিকুজ্জামান মনি।

(২২ অক্টোবর) সকাল এগারোটায় পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে চারলেন সড়কে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে।

হেলিপ্যাটে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড আফজাল হোসেন, পটুয়াখালী-০৪ আসনের সাংসদ মো. মুহিব্বুর রহমান মুহিব, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও সাবেক জনপ্রশাসন সচিব মোঃ ফয়েজ আহমেদ, জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহসভাপতি এড সুলতান আহমেদ মৃধা, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিক ও সরকারি কর্মকর্তা কর্মচারী, জেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আত্মীয় স্বজনরা।

শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী ও বরেণ্য রাজনীতিবিদ। তিনি ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-০১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি এক স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



নিউজটি শেয়ার করুন








চিরনিদ্রায় শায়িত হলেন সংসদ সদস্য শাহজাহান মিয়া

আপডেটের সময় : ০৮:২৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নিজ জেলা শহরে দ্বিতীয় দফা জানাজায় হাজার হাজার মানুষের ঢল। রোববার (২২ অক্টোবর) সকাল এগারোটায় পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে চারলেন সড়কে জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের’র ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড আফজাল হোসেনসহ, বিভিন্ন জেলা আওয়ামিলীগের নেতা ও অনান্য রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সর্বস্তরের জনসাধারণের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রোদ্ধা পরে পটুয়াখালী পৌর করবস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় এই বরেণ্য রাজনীতিবিদকে। এর আগে তার দীর্ঘদিনের কর্মস্থল জেলা আইনজীবী সমিতিতে নেওয়া হয় মরদেহ।

শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে শাহজাহান মিয়ার মরদেহ নিয়ে বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে পটুয়াখালী আসে। জেলার কৃষি বিমান অবতরণ কেন্দ্রে মরদেহ গ্রহণ করে ছোট ছেলে ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আরিফুজ্জামান রনিসহ পরিবারের সদস্যরা।

গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তার মেঝ পুত্র-: সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড তারিকুজ্জামান মনি।

(২২ অক্টোবর) সকাল এগারোটায় পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে চারলেন সড়কে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে।

হেলিপ্যাটে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড আফজাল হোসেন, পটুয়াখালী-০৪ আসনের সাংসদ মো. মুহিব্বুর রহমান মুহিব, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও সাবেক জনপ্রশাসন সচিব মোঃ ফয়েজ আহমেদ, জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহসভাপতি এড সুলতান আহমেদ মৃধা, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিক ও সরকারি কর্মকর্তা কর্মচারী, জেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আত্মীয় স্বজনরা।

শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী ও বরেণ্য রাজনীতিবিদ। তিনি ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-০১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি এক স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।