ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধানখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র’র সড়কপথের বেহাল দশা!

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৩:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / ৬৬০
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সড়ক পথের বেহাল দশা! ভারী বাহনে আরপিসিএল’র মালামাল পরিবহনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পুলিশ ফাঁড়ি গেট থেকে চর নিশানবাড়িয়া বটতলা পর্যন্ত ০৪ কিলোমিটার সড়ক পথের বেহাল দশায় জনদুর্ভোগে এখন ধানখালী ইউনিয়নের চারটি গ্রামের আমজনতা।
ধানখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো.ফিরোজ তালুকদার গনমাধ্যমকর্মীদের কাছে জানান, সড়ক পথের দুর্গতির কথা। ২৬ আগস্ট, শনিবার বিকেলে ওই এলাকায় সরেজমিনে  দেখা যায় খানাখন্দভরা সড়ক পথের বেহাল দশা। ধানখালী ইউনিয়নের মধুপাড়া, চরনিশান বাড়িয়া, গড়াৎ খা, মাছুয়াখালী চারটি গ্রামের অসহায় মানুষ এই সড়ক পথে পথচলাচল করে। লালুয়া উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, যাত্রীবাহী হোন্ডাচালক, আমজনতা এ সড়কপথে চলাচল করতে দুর্ভোগের শিকার হচ্ছে প্রতিনিয়ত। চলমান বর্ষাকালে দুর্ভোগের শিকার আমজনতা সর্বদা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পতিত হবার শংকায় পথ চলাচল করছেন।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র’র আরপিসিএল’র মালামাল পরিবহন কারী ভারী যানবাহন এ সড়কপথে চলাচলে রাস্তাটির ক্ষতি বেশী হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। আরপিসিএল সহ একাধিক ঠিকাদার নৌ পথে এসে ভারী মালামাল শাহিন মৃধার ঘাটে অবস্হান নেয়।সেখান থেকে ভারী বাহন হামজা, ট্রলি, লোভেট, জামট্রাক দিয়ে এ সড়ক পথে চলাচলে সড়কপথে স্হায়ীত্ব বিলিনের পথে। ভুক্তভোগী এলাকাবাসী সড়ক পথের সংস্কার দাবী করেছেন সংশ্লিষ্ট মহলের কাছে।
খানখন্দে ভরা এ সড়ক পথের উন্নয়নে  পটুয়াখালী জেলা প্রশাসক ও ১১৪ পটুয়াখালী -৪ সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো মহিব্বুর রহমান মহিব’র মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন।



নিউজটি শেয়ার করুন








ধানখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র’র সড়কপথের বেহাল দশা!

আপডেটের সময় : ০৩:২০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সড়ক পথের বেহাল দশা! ভারী বাহনে আরপিসিএল’র মালামাল পরিবহনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পুলিশ ফাঁড়ি গেট থেকে চর নিশানবাড়িয়া বটতলা পর্যন্ত ০৪ কিলোমিটার সড়ক পথের বেহাল দশায় জনদুর্ভোগে এখন ধানখালী ইউনিয়নের চারটি গ্রামের আমজনতা।
ধানখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো.ফিরোজ তালুকদার গনমাধ্যমকর্মীদের কাছে জানান, সড়ক পথের দুর্গতির কথা। ২৬ আগস্ট, শনিবার বিকেলে ওই এলাকায় সরেজমিনে  দেখা যায় খানাখন্দভরা সড়ক পথের বেহাল দশা। ধানখালী ইউনিয়নের মধুপাড়া, চরনিশান বাড়িয়া, গড়াৎ খা, মাছুয়াখালী চারটি গ্রামের অসহায় মানুষ এই সড়ক পথে পথচলাচল করে। লালুয়া উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, যাত্রীবাহী হোন্ডাচালক, আমজনতা এ সড়কপথে চলাচল করতে দুর্ভোগের শিকার হচ্ছে প্রতিনিয়ত। চলমান বর্ষাকালে দুর্ভোগের শিকার আমজনতা সর্বদা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পতিত হবার শংকায় পথ চলাচল করছেন।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র’র আরপিসিএল’র মালামাল পরিবহন কারী ভারী যানবাহন এ সড়কপথে চলাচলে রাস্তাটির ক্ষতি বেশী হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। আরপিসিএল সহ একাধিক ঠিকাদার নৌ পথে এসে ভারী মালামাল শাহিন মৃধার ঘাটে অবস্হান নেয়।সেখান থেকে ভারী বাহন হামজা, ট্রলি, লোভেট, জামট্রাক দিয়ে এ সড়ক পথে চলাচলে সড়কপথে স্হায়ীত্ব বিলিনের পথে। ভুক্তভোগী এলাকাবাসী সড়ক পথের সংস্কার দাবী করেছেন সংশ্লিষ্ট মহলের কাছে।
খানখন্দে ভরা এ সড়ক পথের উন্নয়নে  পটুয়াখালী জেলা প্রশাসক ও ১১৪ পটুয়াখালী -৪ সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো মহিব্বুর রহমান মহিব’র মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন।