ক্যাচ ধরতে গিয়ে চোটে সোবহানা

- আপডেটের সময় : ১২:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ৬৯৫
ক্রিড়া ডেস্কঃ ভারতীয় মেয়েদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একেবারে জয়ের কাছে গিয়েও হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। তবে এর সঙ্গে বড় আঘাত হিসেবে এসেছে সোবহানা মোস্তারির ইনজুরি। প্রথম ইনিংসে ভারতের ব্যাটিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়ে তিনি মাথার নিচের অংশে আঘাত পান। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে এই অলরাউন্ডারকে।
আজ (মঙ্গলবার) মিরপুরে সিরিজে সমতা আনার লক্ষ্যে নেমেছিল বাংলাদেশ। দারুণ বোলিংয়ে তারা ভারতকে মাত্র ৯৫ রানেই আটকে দেয়। কিন্তু সেই রানও তারা টপকাতে পারেনি। হেরে গেছে ৮ রানে, ফলে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত।
জানা গেছে, মাথায় চোট পাওয়ায় সোবহানা আর ব্যাটিংয়ে নামতে পারেননি। তাকে কনকাশন সাব করা হয়েছে। তার পরিবর্তে ব্যাটিংয়ে নেমেছিলেন মুর্শিদা খাতুন। বিসিবির মেডিকেল কক্ষ থেকে সোবহানাকে হাসপাতালে নেওয়া হতে পারে। তবে পুরোটাই নির্ভর করছে এই ক্রিকেটারের শারীরিক অবস্থার ওপর।
ঘটনার সূত্রপাত ভারতীয় ইনিংসের সবশেষ ওভারে। পেসার মারুফা আক্তারের করা প্রথম বলটি সফরকারী ব্যাটার আমানজিত কৌর হাওয়ায় ভাসিয়েছিলেন। তখন মিড অফে গিয়ে সেই বল ক্যাচে পরিণত করলেও পরবর্তীতে মাটিতে পড়ে মাথার নিচে ব্যথা পান সোবহানা। এরপরই তাকে মাঠ ছাড়তে হয়।