সরিষাবাড়ীতে সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

- আপডেটের সময় : ০৮:২৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ৫৯৪
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যা কবলিত জনগোষ্ঠিদের দ্রুত পুনরুদ্ধার সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুলাই) সকাল ১১ টায় ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে সরিষাবাড়ী উপজেলা পরিষদের হল রুমে অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও ঢাকা আহছানিয়া মিশনের জামালপুর জেলা সমন্বয়ক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ. সাদ্দাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, তথ্য আপা সাদিকুন্নাহার, ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন, মহাদান ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, আওনা ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন, সরিষাবাড়ী পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক, দৈনিক জনবাণী ও ঢাকার ঢাক পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান, ঢাকা আহছানিয়া মিশনের সরিষাবাড়ী উপজেলা সময়নকারী জিএম শামছুদ্দিন, রেখা আক্তার লাবনীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।