৫০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ হানিফের

- আপডেটের সময় : ১২:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ৬১৯
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরে সরিষাবাড়ি উপজেলায় হানিফ (১০) নামে এক শিশু নিখোঁজের ৫০ দিন অতিবাহিত হলেও সন্ধান পাওয়া যায়নি। সোমবার (২২ মে) সরিষাবাড়ী উপজেলার শিশুসদনে (এতিমখানা) এ ঘটনাটি ঘটে। সে উপজেলার কামরাবাদ ইউনিয়ন স্বাধীনাবাড়ী বালুর চর এলাকার বাসিন্দা। সরিষাবাড়ী শিশুসদনের সভাপতি মো: আব্দুল হামিদ জানান, সোমবার (২২ মে) হোস্টেল থেকে সে নিখোঁজ হয়।
তাৎক্ষণিকভাবে তার বাবা আলম মিয়াসহ পরিবারকে বিষয়টি জানানো হয়। এতিমখানার কর্মকর্তাগণ ও তার পরিবারের সদস্যসহ সম্ভাব্য সকল স্থানে সন্ধান করে না পাওয়ায় বুধবার (৫ জুন) সরিষাবাড়ী পুলিশ ষ্টেশনে একটি সাধারণ ডায়েরি করে। সাবেক পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন জানান, শিশুটি নিখোঁজের পর থেকেই প্রতিষ্ঠানের সভাপতি ও পরিচালকগণ আমাকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় খুঁজেছি। কিন্তু কোনো সন্ধান মেলেনি।
অন্যদিকে, তার বাবা আলম মিয়া জানান, আমার শিশু ছেলে নিখোঁজ হওয়ার সংবাদটি সোমবার জানতে পারি। তারপর আমার আত্মীয় স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় সন্ধান করে তাকে আর খোঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাব্বত কবির জানান, থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্তসহ সন্ধান পাওয়ার বিষয়ে পুলিশ সর্বক্ষণ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।