মহিপুর প্রেসক্লাবের সভাপতি ও তার পরিবারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

- আপডেটের সময় : ১১:০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ৬৮৯
নিজস্ব প্রতিবেদক, মহিপুরঃ পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের সভাপতি ও মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় মহিপুর প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর থানা শাখা ও এলাকাবাসীর উদ্যোগে শেখ রাসেল সেতুর উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহতাব হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ প্রমুখ।
এসময় বক্তারা মহিপুর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে অন্যানের মধ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক বশির উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, কলাপাড়া সাংবাদিক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুদ্দিন আল আতিক, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বানীকান্ত সিকদার, সহকারী শিক্ষক লিটন মিত্র, মোজাম্মেল হোসাইন ও আরিফুর রহমানসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, এলাকাবাসী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।