বাবা ও ভাইয়ের অত্যাচারে দিশেহারা রিজিয়া বেগম!

- আপডেটের সময় : ১২:৩৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ৬৮৯
শহীদুল আলম, মাদারীপুরঃ বাবা ও ভাইদের অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় রিজিয়া বেগম। নিরাপত্তাহীনতায় কাটছে তার প্রতিটি মুহূর্ত।
মাদারীপুরের রাজৈর উপজেলার চরকান্দি গ্রামের বজলু মাতুব্বরের মেয়ে রিজিয়া বেগম। বিয়ে হয়েছে বাড়ির পাশেই। দীর্ঘদিন যাবৎ টাকা পয়সা নিয়ে বাবা ও ভাইদের সাথে দ্বন্ধ চলে আসছে। এরই জেরে ১৮ মে দিবাগত রাতে রিজিয়া বেগমের কমপক্ষে ১০ টি গাছের অপরিপক্ক ২০০ টি কাঁঠাল কেটে নিচে ফেলে দেয়। এ ছাড়াও বাগানের আম এবং একবিঘা জমির ফসল (মরিচ ও চিচিঙ্গা) নষ্ট করে দেয়। এতে করে রিজিয়া বেগম কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়ে দিশেহারা প্রায়।
রিজিয়া বেগম ধ্রুববাণীকে জানান, ১৮ মে আনুমানিক রাত ১২ টার সময় তার দুই ভাই তুহিন মাতুব্বর (৪২) ও শাহীন মাতুব্বর (৩৫) এবং ভাগিনা রিফাত (১৮) সহ আরো ৪/৫ জন মিলে তার বাড়ীতে এসে তাকে অকথ্যভাষায় গালিগালাজ করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং রামদা দিয়ে তার (রিজিয়া বেগমের) ঘরের টিনের বেড়ায় ৩/৪ টা কোপ দেয়। এতে তার ঘরের বেড়ার টিন কেঁটে যায়। পরে তারা তার গাছের আম, কাঁঠাল ও জমির ফসল নষ্ট করে চলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের নিকট থেকেই এর সত্যতা প্রমান পাওয়া গেছে।
মুঠোফোনে বজলু মাতুব্বরের নিকট ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করে বলেন, আমার ছেলেরা বাড়ীতেই থাকে না তারা কিভাবে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।
রাজৈর মডেল থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ঘটনা সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থা নিবো।