সরিষাবাড়ীতে ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বর্ষপূর্তি

- আপডেটের সময় : ১১:৫৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ৬১৪
জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে মাদক প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতায় ভূমিকা রাখছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার (দ্য ফাইট স্কুল)। ইতোমধ্যেই সরিষাবাড়ী শাখা প্রতিষ্ঠানটি সফলতার সাথে একবছর অতিক্রম করেছে।
গতবছরের ১৪ মে এটি সরিষাবাড়ীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। চিত্রনায়ক উস্তাদ মাসুম পারভেজ রুবেল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
একবছর পূর্তি উপলক্ষে গতকাল বিকেলে সরিষাবাড়ী আরইউটি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সরিষাবাড়ী শাখার প্রশিক্ষক ব্ল্যাকবেল্ট হোল্ডার উস্তাদ মোশারফ হোসেন, মার্শাল আর্টের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মার্শাল আর্ট সেন্টার সূত্র জানায়, উস্তাদ মোশারফ হোসেনের প্রশিক্ষণ ও সার্বিক ব্যবস্থাপনায় ৬০ জন শিক্ষার্থী মার্শাল আর্টের প্রশিক্ষণ গ্রহণ করছেন। ইতোমধ্যেই তাঁর অধীনে ৫ জন শিক্ষার্থী ব্ল্যাকবেল্ট প্রাপ্ত হন। তাঁরা হলেন— মো. রাজু, মিজানুর রহমান, তারেক রহমান, ওয়াসিক বিল্লাহ্ ও জামান উদ্দিন। এদিকে সম্প্রতি কয়েকজন শিশু-কিশোরও প্রশিক্ষণ নিতে ভর্তি হয়েছে বলে জানা গেছে।
ব্ল্যাকবেল্ট হোল্ডার মিজানুর রহমান বলেন, শরীর সুস্থ ও মনকে চাঙা রাখতে শরীরচর্চা তথা মার্শাল আর্ট খুবই উপযোগী। পাশাপাশি মাদকসহ অসামাজিক কাজ প্রতিরোধে যুবসমাজের জন্য মার্শাল আর্ট গুরুত্ব বহন করে। এই চেতনায় প্রায় দেড়যুগ ধরে মার্শাল আর্টের সাথে সম্পৃক্ত বলে তিনি জানান।
ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের সরিষাবাড়ী শাখার প্রশিক্ষক মোশারফ হোসেন জানান, ইতোপূর্বে সরিষাবাড়ীতে মার্শাল আর্ট প্রশিক্ষণ হতো। নানা জটিলতায় দীর্ঘদিন এটি বন্ধ ছিলো। এটি একবছর ধরে নতুন করে সফলতার সাথে চলছে এবং এলাকায় সাড়া ফেলেছে।
এলাকাবাসী সহযোগিতা করলে ইভটিজিং প্রতিরোধে সামনে নারীদের জন্যও মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা হবেও তিনি জানান।