দারুল ইহসান হিফযুল কুরআন মাদরাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

- আপডেটের সময় : ০১:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ৭৩৫
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ কলাপাড়ায় দারুল ইহসান ট্রাষ্ট কতৃক পরিচালিত প্রতিষ্ঠান দারুল ইহসান হিফযুল কুরআন মাদরাসায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদদের জন্য কুরআন খতম ও হিফয বিভাগের ৩ ছাত্রকে সবক প্রদান করা হয়েছে।
হাফেজ মোঃ তাহসিন আহমেদ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন দারুল ইহসান ট্রাষ্টের সভাপতি মোঃ মুনিবুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন খেপুপাড়া নেছারুদ্দীন ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাও মোঃ ওয়ালিউল্লাহ, দারুল ইহসান ট্রাষ্টের সহ সভাপতি মাওলানা ওসমান গনি হাওলাদার, অভিভাবক মোঃ বশির ব্যাপারী।
এছাড়াও উপস্থিত ছিলেন- দারল ইহসান ট্রাষ্টের সিনিয়র সহ সভাপতি মোঃ চান মিয়া খান, দারুল ইহসান ট্রাষ্টের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ, ট্রাষ্টের আজীবন সদস্য মোঃ মজিবুর রহমান, কলাপাড়া রিপোটার্স ইউনিটির সদস্য রাসেল কবির মুরাদ।
খেপুপাড়া নেছারুদ্দীন ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ ফোরকানুল ইসলাম, দারুল ইহসান মডেল মাদরাসার অধ্যক্ষ মোঃ আবদুল মোমেন প্রমুখ।
দারুল ইহসান ট্রাষ্টের সভাপতি মোঃ মুনিবুর রহমান বলেন, আমি দীর্ঘদিন সরকারি চাকরি করেছি, আমার ছেলে মেয়েদেরকে মানুষ করেছি। এখন শুধু আল্লাহর কাছে চাওয়া যে এই দারুল ইহসান হিফযুল কুরআন মাদরাসা যেন কেয়ামত পর্যন্ত দ্বীনের কাজ করতে পারে এবং যোগ্য হাফেজে কুরআন আমাদেরকে দিতে পারে।
সকলের সহযোগিতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ করেন।