ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষির মৃত্যু

নিউজ রুম
  • আপডেটের সময় : ১২:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / ৬৩১

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী (মানিকঝুড়ি) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম চৌকিদার (৪২) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। বুধবার (৫ এপ্রিল) দুপুরের দিকে নিজ খামারে ওই ঘটনা ঘটে।

শামীম চৌকিদার ওই গ্রামের বাসিন্দা ও সোবাহান চৌকিদারের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে বাড়ির পাশে খামার তৈরি করে মাছ চাষ করে আসছেন।

জানা গেছে, বুধবার দুপুরে শামিম চৌকিদার নিজ খামারের বিদ্যুতের পানির পাম্প দিয়ে একটি পুকুরের পানি সেচ দিয়ে অন্য পুকুরে নিচ্ছিলো। ওই সময় পানির পাম্পটি বৈদ্যুৎতিক সর্ট-সার্কিট হয়ে যাওয়ায় অসাবধানতাবশত পানির পাম্পের সাথে শরীরের স্পর্শ লাগায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ওই সময় মেয়ে আদিবা তার মা (শামীমের স্ত্রী) হাফসা বেগমকে ডেকে বলে আব্বায় পুকুর পারে শুয়ে আছে। শামীমের স্ত্রী বিষয়টি বুঝতে পারে বসত ঘরের মধ্যে থেকে বৈদ্যুৎতিক লাইন বন্ধ করে ঘটনাস্থল পুকুর পাড়ে যায়। স্বামীকে ডাকাডাকি করলে কোন সারাশব্দ না দেওয়ায় ডাক চিৎকার দেয়। স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে শামিমকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে আনার পূর্বেই শামিমের মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



নিউজটি শেয়ার করুন








আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষির মৃত্যু

আপডেটের সময় : ১২:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী (মানিকঝুড়ি) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম চৌকিদার (৪২) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। বুধবার (৫ এপ্রিল) দুপুরের দিকে নিজ খামারে ওই ঘটনা ঘটে।

শামীম চৌকিদার ওই গ্রামের বাসিন্দা ও সোবাহান চৌকিদারের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে বাড়ির পাশে খামার তৈরি করে মাছ চাষ করে আসছেন।

জানা গেছে, বুধবার দুপুরে শামিম চৌকিদার নিজ খামারের বিদ্যুতের পানির পাম্প দিয়ে একটি পুকুরের পানি সেচ দিয়ে অন্য পুকুরে নিচ্ছিলো। ওই সময় পানির পাম্পটি বৈদ্যুৎতিক সর্ট-সার্কিট হয়ে যাওয়ায় অসাবধানতাবশত পানির পাম্পের সাথে শরীরের স্পর্শ লাগায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ওই সময় মেয়ে আদিবা তার মা (শামীমের স্ত্রী) হাফসা বেগমকে ডেকে বলে আব্বায় পুকুর পারে শুয়ে আছে। শামীমের স্ত্রী বিষয়টি বুঝতে পারে বসত ঘরের মধ্যে থেকে বৈদ্যুৎতিক লাইন বন্ধ করে ঘটনাস্থল পুকুর পাড়ে যায়। স্বামীকে ডাকাডাকি করলে কোন সারাশব্দ না দেওয়ায় ডাক চিৎকার দেয়। স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে শামিমকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে আনার পূর্বেই শামিমের মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।