অবশেষে ভাবনা আক্তার অনশন ভেঙে বিয়ের পিঁড়িতে

- আপডেটের সময় : ০৩:২৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ৮৩৯
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে কালিয়া আজগরিয়া মাদ্রাসার পাশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে ৫দিন অনশনের পর পছন্দের মানুষটির সঙ্গে-ই তার বিয়ে হয়েছে। সাংবাদিক বাদল হোসাইন মেয়েটির পাশে দাঁড়ানোর পড়, বিভিন্ন পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশিত হলে বুধবার রাতে দুই পরিবারের সমঝোতায় ৫লাখ টাকা কাবিনে বিয়ে সম্পন্ন হয়।
স্থানীয়রা জানান, উপজেলার কালিয়া আজগরিয়া মাদ্রাসার পাশে লুৎফর রহমান এর ছেলে আরেফিন তানভীর এর সঙ্গে ২বছর যাবৎ প্রেমের সম্পর্ক করে আসছিলো একই ইউনিয়নের বড়চওনা গ্রামের শাহাদৎ হোসেন এর মেয়ে (এক সন্তানের জননী)ভাবনা আক্তারের সাথে।আরেফিন তানভীর কচুয়া বাজারে স্টুডিও ব্যবসায়ী। বিয়ের প্রলোভন দেখিয়ে ২বছর যাবৎ যখন তখন শারীরিক সম্পর্ক তৈরি করেন। মেয়েটির কাছ থেকে বিভিন্ন সময়, সমস্যার কথা বলে অর্থ হাতিয়ে নিয়েছে। প্রেমিক আরেফিন তানভীর বিয়ে করতে রাজি না হওয়ায় ভাবনা আক্তার প্রেমিকের বাড়ীতে গত শনিবার থেকে অনশন শুরু করলে, প্রেমিক আরেফিন তানভীর পালিয়ে যায়। গত ৫দিন যাবৎ ওই মেয়েটিকে দেখতে শতশত মানুষ ভীড় করেন।অনেকেই নিজ বাড়ী থেকে খাবার নিয়ে এসে মেয়েটিকে খেতে দিয়েছে। একই সঙ্গে আরেফিন তানভীর এর সঙ্গে বিয়ে না হলে বিষ পানে আত্মা হত্যার চেষ্টা করেন।বিভিন্ন সময় নিজের শরীরে নিজেই আঘাত করেন।অনশনে থাকা মেয়েটির পাশে দাঁড়িয়েছিলেন সাংবাদিক বাদল হোসাইন। সঠিক বিচার পাইয়ে দেওয়ার আশায়।
কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বিয়ের সততা স্বীকার বলেন, অবশেষে বুধবার রাতে দুই পরিবারের সমঝোতায় ৫লাখ টাকার কাবিনে প্রেমিক আরেফিন তানভীর এর সাথেই ভাবনার বিয়ে সম্পন্ন হয়।
পারিবারিক সুত্রে আরো জানা যায়, ভাবনা আক্তারের পরিবার প্রেমিক আরেফিন তানভীর কে ১টি ঘর তৈরি করে দিবেন ফার্নিচার সহ। আর আরেফিন তানভীর এর পরিবার ভাবনা আক্তারকে ২ভরি ওজনের গহনা উপহার দিবেন।