পটুয়াখালীতে ক্ষুদ্র ব্যবসায়ী মোশারেফ নিখোঁজ, সন্ধান চায় পরিবার

- আপডেটের সময় : ০৩:৪২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ৮২৭
এইচ এম মোশারেফ সুজনঃ পটুয়াখালী সদরের অপূর্ব জুয়েলার্সে ব্যাগ দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়েছেন বাউফল উপজেলার ১৩ নং আদাবারিয়া ইউনিয়ন আতোষখালী গ্রামের মৃত মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ মোশারেফ (২৫)। ১২ জানুয়ারি রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় নিখোঁজ হন তিনি। তার ব্যবহৃত মোবাইলে নাম্বারে ০১৭৯-৮৮৬২৪৭৮, ০১৭৩-৩৭৪৫১৩৯, ০১৬০-২৭০৭১০৩ একাধিকবার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
মোশারেফের বর্ণনা
বয়সঃ ২৫
উচ্চতাঃ ৫ ফুট ৪ ইঞ্চি
পড়নে ছিলঃ প্যান্ট ও শার্ট
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ১৩ জানুয়ারি শুক্রবার বিকালে তার ভাই পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং SL 3440/23। পরিবারের পক্ষ থেকে পটুয়াখালী সদরের সিসি ক্যামেরার ফুটেজ দেখার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
এ বিষয় মোশারফের পরিবার মানবিক বিবেচনায় এই ক্ষুদ্র ব্যবসায়ী মোশারেফকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করছেন।
যোগাযোগঃ ০১৩১৭৩৬৭৬২০