ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ওরা ভবিষ্যতের কথা ভাবে না, তুনিশার মৃত্যু প্রসঙ্গে পরিচালক

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৬:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / ৬২৩

বিনোদন ডেস্কঃ তুনিশা শর্মার অকাল মৃত্যু রহস্য ক্রমশ আরও ডালপালা মেলছে। এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন তার প্রাক্তন প্রেমিক শেজান খান।

তুনিশা শর্মাকে শেষ দেখা যাবে আব্বাস-মস্তানের ‘থ্রি-মঙ্কিজ’ সিনেমায়।

তুনিশার প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আব্বাস। তিনি বলেন, মাত্র ২০ বছর বয়সে এমন পরিণতি। ভাবলেই খারাপ লাগছে। এক বারও নিজের মা-বাবা পরিবারের কথা ভাবল না তুনিশা। বর্তমান প্রজন্ম ভবিষ্যতের কথা না ভেবেই এমন সব পদক্ষেপ নেয়, যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারব না। আমাদের পরিচালিত সিনেমাতে তুনিশা অভিনয় করেছেন। ভাবতেই পারছি না ও নেই।

ইংরেজি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’-এর গল্পকে ভারতীয় প্রেক্ষাপটে বেঁধেছেন পরিচালকদ্বয়।

প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তুনিশা শর্মার। এই মৃত্যু নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওতও। নায়িকা লিখেছেন- একজন নারী সব ক্ষতি মেনে নিতে পারে। ভালোবাসা, সম্পর্ক, বিয়ে সব ক্ষতি মানতে পারে। কিন্তু যা মেনে ওঠা অসম্ভব সেটা যখন সে জানে তার ভালোবাসায় কখনও ভালোবাসাই ছিল না। বিপরীতে থাকা মানুষটার কাছে যদিও অন্য মানুষটার আবেগ, প্রেম নিয়ে খেলা করাটা খুব সহজ। আসলে স্বার্থ নিয়ে যারা আসেন তারা খুব সহজেই অন্যকে শোষণ করতে পারেন।



নিউজটি শেয়ার করুন








ওরা ভবিষ্যতের কথা ভাবে না, তুনিশার মৃত্যু প্রসঙ্গে পরিচালক

আপডেটের সময় : ০৬:৩৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্কঃ তুনিশা শর্মার অকাল মৃত্যু রহস্য ক্রমশ আরও ডালপালা মেলছে। এরইমধ্যে গ্রেপ্তার হয়েছেন তার প্রাক্তন প্রেমিক শেজান খান।

তুনিশা শর্মাকে শেষ দেখা যাবে আব্বাস-মস্তানের ‘থ্রি-মঙ্কিজ’ সিনেমায়।

তুনিশার প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আব্বাস। তিনি বলেন, মাত্র ২০ বছর বয়সে এমন পরিণতি। ভাবলেই খারাপ লাগছে। এক বারও নিজের মা-বাবা পরিবারের কথা ভাবল না তুনিশা। বর্তমান প্রজন্ম ভবিষ্যতের কথা না ভেবেই এমন সব পদক্ষেপ নেয়, যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারব না। আমাদের পরিচালিত সিনেমাতে তুনিশা অভিনয় করেছেন। ভাবতেই পারছি না ও নেই।

ইংরেজি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’-এর গল্পকে ভারতীয় প্রেক্ষাপটে বেঁধেছেন পরিচালকদ্বয়।

প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তুনিশা শর্মার। এই মৃত্যু নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওতও। নায়িকা লিখেছেন- একজন নারী সব ক্ষতি মেনে নিতে পারে। ভালোবাসা, সম্পর্ক, বিয়ে সব ক্ষতি মানতে পারে। কিন্তু যা মেনে ওঠা অসম্ভব সেটা যখন সে জানে তার ভালোবাসায় কখনও ভালোবাসাই ছিল না। বিপরীতে থাকা মানুষটার কাছে যদিও অন্য মানুষটার আবেগ, প্রেম নিয়ে খেলা করাটা খুব সহজ। আসলে স্বার্থ নিয়ে যারা আসেন তারা খুব সহজেই অন্যকে শোষণ করতে পারেন।