ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মারা গেছে কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মাদ্রাসাছাত্র জুনায়েদ

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৬:৪০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • / ৯৩০

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত জুনায়েদ (১১) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

রোববার (২৫ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে ঢাকার উত্তরা আর্ক হসপিটালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজন সূত্রে জানা গেছে, আহত জুনায়েদকে মুমূর্ষু অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশালে রেফার করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা খারাপ দেখে সরাসরি ঢাকায় রেফার করেন। সেখানে উত্তরা আর্ক হসপিটালে ২ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রোববার ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া ও টিয়াখালী ব্রিজের মধ্যকার সিক্স-লেন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় মাদ্রাসাছাত্র আবু সাঈদ (১৭)। এ ঘটনায় গুরুতর আহত হয় সাথে থাকা আরোহী জুনায়েদ। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশালে এবং পরে ঢাকায় নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জুনায়েদ। নিহত জুনায়েদ ধানখালী ইউনিয়নের পাচজুনিয়া গ্রামের বাসিন্দা ইলেকট্রনিক্স ব্যবসায়ী ফরিদ খলিফার পুত্র।

এবিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম ধ্রুববাণীকে বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি ও ছেলেটি ঢাকায় নেওয়ার বিষয়টি জানি, তবে মৃত্যুর বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। এবিষয়ে পরিবারের কেউ কিছু জানায়নি।’



নিউজটি শেয়ার করুন








মারা গেছে কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মাদ্রাসাছাত্র জুনায়েদ

আপডেটের সময় : ০৬:৪০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত জুনায়েদ (১১) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

রোববার (২৫ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে ঢাকার উত্তরা আর্ক হসপিটালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজন সূত্রে জানা গেছে, আহত জুনায়েদকে মুমূর্ষু অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশালে রেফার করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা খারাপ দেখে সরাসরি ঢাকায় রেফার করেন। সেখানে উত্তরা আর্ক হসপিটালে ২ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রোববার ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া ও টিয়াখালী ব্রিজের মধ্যকার সিক্স-লেন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় মাদ্রাসাছাত্র আবু সাঈদ (১৭)। এ ঘটনায় গুরুতর আহত হয় সাথে থাকা আরোহী জুনায়েদ। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশালে এবং পরে ঢাকায় নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জুনায়েদ। নিহত জুনায়েদ ধানখালী ইউনিয়নের পাচজুনিয়া গ্রামের বাসিন্দা ইলেকট্রনিক্স ব্যবসায়ী ফরিদ খলিফার পুত্র।

এবিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম ধ্রুববাণীকে বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি ও ছেলেটি ঢাকায় নেওয়ার বিষয়টি জানি, তবে মৃত্যুর বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। এবিষয়ে পরিবারের কেউ কিছু জানায়নি।’