বালাগঞ্জে নদী থেকে অজ্ঞাত শিশুর মৃতদেহ উদ্ধার

নিউজ রুম
- আপডেটের সময় : ০৮:৫৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / ৬৫৯
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জের কুশিয়ারা নদীতে (বালাগঞ্জ অংশ) অজ্ঞাত একটি মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর ) সকালে কুশিয়ারা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বালাগঞ্জ থানার এস আই জহুর লাল তথ্যটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা শিশুর মৃতদেহটি উদ্ধার করেছি। প্রত্যক্ষদর্শীরা জানায়, আড়াই থেকে তিন বছরের মেয়ে শিশুটির মৃতদেহ নদীতে ভেসে এসে বালাগঞ্জ বাজার সংলগ্ন সাজ্জাদ আবাসিক এলাকায় আটকে যায়। সকালে মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।