দুই লাখ টাকা হলে বাঁচবে জীবন, সকলের সাহায্য চান সাইদুল ইসলাম

- আপডেটের সময় : ০৪:০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ৬৪১
জীবন বাঁচাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রার্থনা করেছেন দুই সন্তানের জনক মোঃ সাইদুল ইসলাম (৩৫)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা করতে গিয়ে সর্বস্ব খুইয়েছেন। ধার, দেনা মানুষের সাহায্যে চিকিৎসা চলছে তার।ডাক্তারি রিপোর্টে খাদ্যনালীর ক্যান্সার ধরা পড়েছে তার।
মোঃ সাইদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামের মহুবর রহমানের বড় ছেলে।মৃত্যুমুখে থাকা সাইদুল ইসলামের সিয়াম (৮) ও সৈকত (৩) নামের দুই ছেলে আছে।
অসুস্হ সাইদুল ইসলাম বলেন, ঢাকা আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে পরীক্ষা করে খাদ্যনালীর ক্যান্সার ধরা পরে। দ্রুত অপারেশন করলে সম্পুর্ন সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছেন ডাক্তাররা। এজন্য প্রয়োজন দুই লাখ টাকা।
তিনি আরও বলেন,আমার বাড়িভিটা থেকে শুরু করে সহায় সম্বল কিছু নেই, আমার ছোট দুইটা ছেলে আছে। আপনারা সকলে আমার পাশে দাড়ালে আমার অবুঝ ছেলে দুইটা এতিম হবে না। আপনাদের কাছে অনুরোধ দয়া করে আমাকে সাহায্য করুন।আমি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছি।
সাইদুল ইসলামের ছেলে সিয়াম (৮) কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বাবা খুব অসুস্হ। আমার বাবার টাকা নাই সেইজন্য অপারেশন হয় না। আমার বাবাকে সবাই টাকা দিয়ে সাহায্য করেন। আমার বাবা যেন সুস্থ হয়।
তাকে কোন স্বহৃদয়বান ব্যক্তি সাহায্য করতে চাইলে সরাসরি যোগাযোগ করুন। অথবা সাইদুল ইসলামের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হিসাব নম্বর :
M/S SIAM TRADERS
A/C 0960211002589
বিকাশ: 01822521087
বিকাশ: 01738176762
রকেট: 01822521087
নগদ: 01843132832/01738176762