ডিপ্লোমা কোর্স ৪ বছর বহাল রাখার দাবিতে মৌলভীবাজারে পলিটেকনিক শিক্ষার্থীদের মানবন্ধন

- আপডেটের সময় : ০৯:১৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ৭২৯
খালেদ হোসেনঃ সম্প্রতি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির জাতীয় শোক দিবস উপলক্ষ্য প্রচলিত চার বছরমেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে রূপান্তরের ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
বুধবার (২৪ আগষ্ট ২০২২) শিক্ষামন্ত্রী’র এই উদ্যোগের প্রতিবাদ জানিয়ে মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দাবি চার বছরের ডিপ্লোমা কোর্সকে তিন বছরের করা এটা অযৌক্তিক উদ্যোগ।
এসময় অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আজিজুর রহমান, সুমন আহমেদ, খাইরুল ইসলাম ও আরো কয়েকজন শিক্ষার্থী।
তারা বলেন, গত ১৩ আগস্ট ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী চার বছরের কোর্সকে তিন বছর করার যে পরিকল্পনা ঘোষণা করেছেন-তা অবাস্তব ও অগ্রহণযোগ্য। কেননা এই স্বল্প সময়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের সিলেবাস শেষ হবেনা এবং প্রয়োজনীয় দক্ষতাও অর্জিত হবেনা। ফলে চাকুরিক্ষেত্রে তারা বঞ্চনার শিকার হবেন।