ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গরু বিক্রির টাকা নিয়ে ভায়রা বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নিউজ রুম
  • আপডেটের সময় : ০৩:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • / ৭০২

হারানো বিজ্ঞপ্তি

নামঃ জাফর আলম
পিতাঃ কালা মিয়া
ঠিকানাঃ মারিশবনিয়া, বাহারছড়া, টেকনাফ, কক্সবাজার।

রবিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হয় নোয়াখালী হজনের (ভায়রা ভাই) বাড়িতে যাওয়ার জন্য ৷ কিন্তু তার হজন বলেছে যে, তার বাসায় সে যায়নি। তারপর থেকে এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সোমবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ছোট ভাই মাওঃ ছৈয়দ আলম৷

নিখোঁজ ব্যক্তির ছোট ভাই মাওঃ ছৈয়দ আলম বলেন, ‘শনিবার সে গরু নিয়ে শামলাপুর বাজারে গিয়েছিলেন কোরবানীর হাটে গরু বিক্রি করার জন্য। তার গরু বিক্রি হয়েছে ৮০,০০০ টাকায়৷ গরু বিক্রি করে সন্ধ্যায় আসেন মারিশবনিয়া তার শ্বশুরের বাসায়। গরু বিক্রির টাকাগুলো তার শাশুড়ির কাছে জমা দিয়ে রাতে বাসায় গিয়ে থাকেন। সকালে উঠে শাশুড়ির কাছ থেকে ৬২হাজার টাকা নিয়ে রওয়ানা হয় নোয়াখালী তার ভাইরা ভাইয়ের বাসায়। পরে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।’

উল্লেখ্য, নিখোঁজ জাফর আলমকে পানের বরজের মৌসুমে ৬২ হাজার টাকার পানের বীজ এনে দেন তার ভায়রা ভাই। সেই টাকাগুলো পরিশোধ করার জন্য টাকা নিয়ে রওয়ানা হয়েছিলেন ১৮ তারিখ রবিবার সকাল-৭টা বাজে। তারপর থেকে আর কোনো খোঁজ না পাওয়ায় তার স্ত্রী ওই দিন ৫ টার দিকে ফোন দিলে মোবাইল বন্ধ পান। সেই থেকে আর কোন সন্ধান পাওয়া যায়নি।

সবার কাছে মা-বাবা ও স্বজনরা মিনতি করেছেন, যেন জাফর আলমের খোঁজ পাওয়া মাত্রই নিচে দেওয়া নাম্বারে কল করে জানানো হয়।

মাওঃ ছৈয়দ আলম- 01878553521, 01888252831



নিউজটি শেয়ার করুন








গরু বিক্রির টাকা নিয়ে ভায়রা বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ, সন্ধান চায় পরিবার

আপডেটের সময় : ০৩:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১

হারানো বিজ্ঞপ্তি

নামঃ জাফর আলম
পিতাঃ কালা মিয়া
ঠিকানাঃ মারিশবনিয়া, বাহারছড়া, টেকনাফ, কক্সবাজার।

রবিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হয় নোয়াখালী হজনের (ভায়রা ভাই) বাড়িতে যাওয়ার জন্য ৷ কিন্তু তার হজন বলেছে যে, তার বাসায় সে যায়নি। তারপর থেকে এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সোমবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ছোট ভাই মাওঃ ছৈয়দ আলম৷

নিখোঁজ ব্যক্তির ছোট ভাই মাওঃ ছৈয়দ আলম বলেন, ‘শনিবার সে গরু নিয়ে শামলাপুর বাজারে গিয়েছিলেন কোরবানীর হাটে গরু বিক্রি করার জন্য। তার গরু বিক্রি হয়েছে ৮০,০০০ টাকায়৷ গরু বিক্রি করে সন্ধ্যায় আসেন মারিশবনিয়া তার শ্বশুরের বাসায়। গরু বিক্রির টাকাগুলো তার শাশুড়ির কাছে জমা দিয়ে রাতে বাসায় গিয়ে থাকেন। সকালে উঠে শাশুড়ির কাছ থেকে ৬২হাজার টাকা নিয়ে রওয়ানা হয় নোয়াখালী তার ভাইরা ভাইয়ের বাসায়। পরে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।’

উল্লেখ্য, নিখোঁজ জাফর আলমকে পানের বরজের মৌসুমে ৬২ হাজার টাকার পানের বীজ এনে দেন তার ভায়রা ভাই। সেই টাকাগুলো পরিশোধ করার জন্য টাকা নিয়ে রওয়ানা হয়েছিলেন ১৮ তারিখ রবিবার সকাল-৭টা বাজে। তারপর থেকে আর কোনো খোঁজ না পাওয়ায় তার স্ত্রী ওই দিন ৫ টার দিকে ফোন দিলে মোবাইল বন্ধ পান। সেই থেকে আর কোন সন্ধান পাওয়া যায়নি।

সবার কাছে মা-বাবা ও স্বজনরা মিনতি করেছেন, যেন জাফর আলমের খোঁজ পাওয়া মাত্রই নিচে দেওয়া নাম্বারে কল করে জানানো হয়।

মাওঃ ছৈয়দ আলম- 01878553521, 01888252831