ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে বৃষ্টি, উত্তাল সাগর!

নিউজ রুম
  • আপডেটের সময় : ১১:৩৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • / ৬৬৮

• পায়রাসহ সব বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত
• বৃষ্টিকে উপেক্ষা করে কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল ও ঘোরাঘুরি করছে পর্যটকরা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী : পটুয়াখালীতে ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে আজ সোমবার সকাল থেকেই থেকে থেকে বৃষ্টি হচ্ছে। আগামী ৫ দিন পর্যন্ত এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রবল ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশে মেঘের ঘনঘটা। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। পায়রাসহ সব বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। ভোর পৌনে ৫ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পটুয়াখালীতে ৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় অশনি এবং অগ্রবর্তী অংশের প্রভাবে সোমবার সকাল ৯ টার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন পর্যন্ত বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে ।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ২১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ট্রলার গুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদের গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, রোববার দুপুরে আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতিমূলক একটি সভা হয়েছে, ওই সভায় নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ঘূর্ণিঝড়ের প্রস্ততি সম্পর্কে আলোচনা হয়েছে। তবে সংকেত তিন কিংবা চার ঘোষণা হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হবে। এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবিলায় সব প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে বৃষ্টিকে উপেক্ষা করে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের গোসল করতে ও ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশের সদস্যরা তাদেরকে বারবার নিরাপদ আশ্রয়ে চলে যেতে তাগিদ দিচ্ছেন।



নিউজটি শেয়ার করুন








পটুয়াখালীতে ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে বৃষ্টি, উত্তাল সাগর!

আপডেটের সময় : ১১:৩৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

• পায়রাসহ সব বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত
• বৃষ্টিকে উপেক্ষা করে কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল ও ঘোরাঘুরি করছে পর্যটকরা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী : পটুয়াখালীতে ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে আজ সোমবার সকাল থেকেই থেকে থেকে বৃষ্টি হচ্ছে। আগামী ৫ দিন পর্যন্ত এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রবল ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশে মেঘের ঘনঘটা। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। পায়রাসহ সব বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। ভোর পৌনে ৫ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পটুয়াখালীতে ৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় অশনি এবং অগ্রবর্তী অংশের প্রভাবে সোমবার সকাল ৯ টার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন পর্যন্ত বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে ।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ২১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ট্রলার গুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদের গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, রোববার দুপুরে আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতিমূলক একটি সভা হয়েছে, ওই সভায় নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ঘূর্ণিঝড়ের প্রস্ততি সম্পর্কে আলোচনা হয়েছে। তবে সংকেত তিন কিংবা চার ঘোষণা হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হবে। এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবিলায় সব প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে বৃষ্টিকে উপেক্ষা করে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের গোসল করতে ও ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশের সদস্যরা তাদেরকে বারবার নিরাপদ আশ্রয়ে চলে যেতে তাগিদ দিচ্ছেন।