ভৈরবে কন্টেইনার ট্রেন থেকে ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

- আপডেটের সময় : ০৯:১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ৭১০
মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনে ঢাকাগামী কন্টেইনার ট্রেন থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ লাদেন প্রকাশ হৃদয় (২০) নামে মাদক ব্যাসায়ীকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। ওই ট্রেন থেকে লাদনের দেখানো মতে ১৭ কেজি গাঁজা উদ্ধার সহ জব্দ করা হয়। আটককৃত লাদেন ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাধীন বিরামপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। গতকাল বুধবার রাত আনুমানিক পৌনে বারটার সময় তাকে ভৈরব রেলওয়ে ষ্টেশন থেকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌউস আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে বারটার সময় ঢাকাগামী কন্টেইনার ট্রেনটি ভৈরব ষ্টেশনে পৌঁছলে আমরা তথ্যের ভিত্তিতে ট্রেনের নিধার্রিত স্থান থেকে মাদক ব্যবসায়ী লাদেন প্রকাশ ওরফে হৃদয়কে আটক করি। পরে দেখানো মতে একটি কন্টেইনারের ফাঁকা জায়গা থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ করি। এ ঘটনায় আটককৃত লাদেনের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।