চট্টগ্রামে কবুতর খাওয়ার অপরাধে বেজির ফাঁসি; হত্যার দায়ে যুবকের জরিমানা

- আপডেটের সময় : ১১:২৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ৬৯৭
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় কবুতর খাওয়ার অপরাধে একটি বেজিকে ফাঁসি দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বন্যপ্রাণী হত্যার দায়ে মো. নজরুল ইসলাম নামে এক যুবককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ জুলাই) দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।
ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার দক্ষিণ ভূর্ষী ইউনিয়নের দক্ষিণ ভূর্ষী গ্রামের ফরিদ আহমদের ছেলে মো. নজরুল ইসলাম তার ঘরে কবুতর পালন করেন। বেশ কিছুদিন ধরে বেজি কবুতরের বাসায় প্রবেশ করে ৮-১০টি কবুতর খেয়ে ফেলে। ফলে যুবক ক্ষিপ্ত হয়ে বাসার পাশে বেজি ধরার ফাঁদ বসায়। গত রোববার ওই ফাঁদে একটি বেজি ধরা পড়ে। পরে সে বেজিটিকে মেরে গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এ ঘটনা তার ফেসবুকে লাইভ দেখায়। পরে লাইভ ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ভিডিও ভাইরাল হলে পটিয়া বন বিভাগের নজরে আসে। পরে বণ্যপ্রাণী নিধনের অভিযোগে বুধবার দুপুরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন চৌধুরীর কাছে নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বণ্যপ্রাণী নিধন আইনে এক হাজার টাকা জরিমানা করা হয়। সে কখনো বণ্যপ্রাণী নিধন করবে না মর্মে অঙ্গিকারনামা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, ‘বণ্যপ্রাণী হত্যা করা দণ্ডনীয় অপরাধ। ফলে এ আইনে তাকে এক হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।’